আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে হবে এই প্রতিযোগিতা।
আগামী ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতিরা।
ভারতে হতে যাওয়া আট দলের বিশ্বকাপে অংশ নেবে বাছাইয়ের শীর্ষ দুটি দল।
শেষ দুটি দল হিসেবে টিকিট পাওয়ার লড়াইয়ে এই ইভেন্টে অংশ নেবে ছয় দল। স্বাগতিক পাকিস্তান ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে।
ছয়টি দলের প্রত্যেকে পাঁচটি করে ম্যাচ খেলবে।
আগে থেকেই মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।