X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

প্রথম হোম ম্যাচ, গুজরাটের কাছে প্রথম হার বেঙ্গালুরুর

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৫, ২৩:৩৯আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ২৩:৪৭

এবারের আইপিএলে হোম ম্যাচ মানেই স্বাগতিকদের দাপট নয়। ঘরের মাঠেও হারতে হচ্ছে দলগুলোকে। সবশেষ এই পরিণতি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি আসরে প্রথমবার নিজ শহরে খেলতে নেমে প্রথম হার দেখলো তারা। প্রতিপক্ষের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে দারুণ জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। সাবেক চ্যাম্পিয়নরা বুধবার ১৩ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে।

প্রথমে মোহাম্মদ সিরাজ, মাঝের ওভারে সাই কিশোর। দুই বোলারের সৌজন্যে গুজরাট বেঙ্গালুরুকে স্বস্তিতে থাকতে দেয়নি।

ইনিংসের দ্বিতীয় ওভারে আর্শাদ খান ৭ রানে বিরাট কোহলিকে থামান। তারপর সিরাজ টানা দুই ওভারে দেবদূত পাডিক্কাল (৪) ও ফিল সল্টকে (১৪) ফিরিয়ে বড় ধাক্কা দেন। পাওয়ার প্লে শেষ হওয়ার দুই বল পরে অধিনায়ক রজত পতিদার (১২) আউট।

৪২ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বেঙ্গালুরু। লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা ৫২ রানের জুটিতে ধাক্কা কাটান। এবার কিশোরের ব্রেকথ্রু। টানা দুই ওভারে জিতেশ (৩৩) ও ক্রুনাল পান্ডিয়াকে (৫) বিদায় করেন তিনি।

লিভিংস্টোন ও টিম ডেভিডের ৪৬ রানের জুটিতে দলীয় স্কোর দেড়শ হয়। শেষের আগের ওভারে লিভিংস্টোন ৪০ বলে ৫৪ রানে সিরাজের শিকার হন। ডেভিড শেষ বলে থামেন ১৮ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে। তাতে ৮ উইকেটে ১৬৯ রান করে বেঙ্গালুরু।

সিরাজ সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান কিশোর।

লক্ষ্যে নেমে শুবমান গিল (১৪) হতাশ করলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গুজরাট। ৩২ রানে ওপেনিং জুটি ভাঙার পর ৭৫ রান যোগ করেন সাই সুদর্শন ও জস বাটলার।

সুদর্শন (৪৯) মাত্র এক রানের আক্ষেপ নিয়ে জশ হ্যাজলউডের শিকার হন। তারপর বাটলার ও শেরফানে রাদারফোর্ডের ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় গুজরাট। ৩৯ বলে ৫ চার ও ও ৬ ছয়ে ৭৩ রানে অপাজিত ছিলেন বাটলার। ১৮ বলে ১ চার ও ৩ ছয়ে ৩০ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ১৭.৫ ওভারে ২ উইকেটে ১৭০ রান করে গুজরাট। উইকেটের হিসাবে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়।

তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে গুজরাট উঠে গেছে চতুর্থ স্থানে। দুই ম্যাচে দুই জয় পাওয়া পাঞ্জাব কিংস উঠে গেছে শীর্ষে। তিন ম্যাচে প্রথম হার দেখে বেঙ্গালুরু নেমেছে এক থেকে তিনে। দিল্লি ক্যাপিটালস পাঞ্জাবের সমান খেলে সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
যুদ্ধবিরতি: মে মাসেই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই
আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি