X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডের ওয়ানডে, টি-টোয়েন্টির কোচিং ছাড়ছেন গ্যারি স্টিড

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ১১:১৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১:১৯

সাদা বলে আর নিউজিল্যান্ডের কোচ থাকবেন না গ্যারি স্টিড। এই গ্রীষ্মেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি। টেস্ট দলে কোচিংয়ের ভবিষ্যৎ নিয়েও ভাবতে শুরু করেছেন। 

৫৩ বছর বয়সী স্টিড ব্ল্যাক ক্যাপসদের হয়ে ৫টি টেস্ট খেলেছেন। কোচিংয়ে ফিরে ২০০৮ সালে দায়িত্ব নেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের। তার দশ বছর পর ২০১৮ সালে সব ফরম্যাটে পুরুষ দলের হেড কোচ হয়েছেন। তার অধীনেই কিউই দল টানা কয়েকবার বৈশ্বিক মঞ্চে শিরোপা জয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে। 

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। ২০২১ সালে খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তবে একই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তারা। যদিও এই বছর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে গিয়ে শিরোপা বঞ্চিত হয়েছে।

নিউজিল্যান্ডের দেওয়া বিবৃতিতে স্টিড বলেছেন, ‘আমি এই ভ্রমণ-জীবন থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছি। ভাবছি ভবিষ্যৎ নিয়ে। এখন আমার বিকল্পগুলোর মূল্যায়ন করছি। অবশ্য কোচিং আমার জীবন থেকে পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে সেটা সব ফরম্যাটে আর হেড কোচ হিসেবে হচ্ছে না।’

আগামী মাসেই ভবিষ্যৎ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন স্টিড। তার কথায়, ‘আগামী মাসে আমার স্ত্রী, পরিবার ও অন্যদের সঙ্গে আলোচনা করার সুযোগ হবে। বিগত সময়ের মূল্যায়নের ওপর ভিত্তি করে তখনই বুঝতে পারবো টেস্টে কোচিংয়ের জন্য পুনরায় আবেদন করবো কিনা।’  

স্টিড আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়বেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রব ওয়াল্টার। 

/এফআইআর/ 
সম্পর্কিত
নিষেধাজ্ঞার পর এখন মুক্ত রাবাদা
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
সর্বশেষ খবর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ