X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

আইপিএলে চেন্নাইয়ের নেতৃত্বে ফিরলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১৯:০২আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৯:১১

চলতি আইপিএলের বাকি সময়ে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুই ফেটে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। 

প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেন। আগামীকাল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের অধিনায়কত্ব করতে দেখা যাবে ধোনিকে।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩০ মার্চ চেন্নাইয়ের ম্যাচে তুষার দেশপান্ডের বোলিংয়ে কনুইয়ে আঘাত পান রুতুরাজ। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে পরের দুই ম্যাচে থাকলেও স্ক্যানে এখন ফাটল নিশ্চিত হওয়া গেছে।

পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নরা প্রথম পাঁচ ম্যাচের চারটিই হেরে গেছে। এবার রুতুরাজকে হারানো তাদের জন্য বিরাট ধাক্কা। গত চার আসরে তিনবার দলের সেরা রান সংগ্রাহক ছিলেন তিনি।

রুতুরাজের ইনজুরিতে আবারও চেন্নাইয়ের নেতৃত্বে ফিরবেন ধোনি। ৪৩ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে বেশিরভাগ সময়ই অধিনায়কের ভূমিকায় ছিলেন। ২০২২ সালে অল্প সময়ের জন্য রবীন্দ্র জাদেজার হাতে দায়িত্ব ছাড়েন, তবে বিপর্যস্ত মৌসুমের মাঝপথে আবারও নেতৃত্বে ফেরেন তিনি। 

২০২৪ মৌসুমের আগে আবারও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। এবার নিয়মিত অধিনায়কের ইনজুরিতে আরেকবার দল তার কাঁধে।

চেন্নাইয়ের ২৪৯ ম্যাচের মধ্যে ২৩৫ ম্যাচেই অধিনায়ক ছিলেন ধোনি। তার নেতৃত্বে চেন্নাই ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচটি শিরোপা জেতে এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফিও নেয়। তার সময়ে কেবল ২০২০ ও ২০২২ সালে সেরা চারের বাইরে থেকে প্রতিযোগিতা শেষ করে চেন্নাই। ফাইনাল খেলে ১০ বার, এর মধ্যে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা চারবার!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়
বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়
গাজীপুরে ইমাম হত্যা: চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১, নতুন কর্মসূচি ঘোষণা
গাজীপুরে ইমাম হত্যা: চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১, নতুন কর্মসূচি ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খালেদা জিয়ার দেশে ফেরাবিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর