X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জ্যোতি-সুপ্তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৯:০৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:০৮

ভারতে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে পাকিস্তানে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। ইতোমধ্যে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানে পৌঁছে গেছে তারা। এই দুই দলের বিপক্ষে ভালো খেলার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা উঠে এসেছেন ক্যারিয়ার সেরা আইসিসি র‌্যাঙ্কিং ১৭ ও ২৯তম অবস্থানে।

আইসিসির হালনাগাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। আজ মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংস খেলেছেন, আগামী হালনগাদের নিশ্চিতভাবেই আরও এগোবেন তিনি। মঙ্গলবার ১৭তম স্থানে উঠে এসেছেন জ্যোতি। এছাড়া ১১ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন সুপ্তা। মূলত দুজনের র‌্যাঙ্কিংয়ে উন্নতির মূল কারণ থাইল্যান্ডের বিপক্ষে করা পারফরম্যান্স। 

এই দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় ২৭১ রান তুলে ১৭৮ রানে জেতে বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ৭৮ বলে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জ্যোতি। আর ৯৪ রানে অপরাজিত ছিলেন সুপ্তা। তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটিতে আরও একটি কীর্তি গড়েন তারা। বাংলাদেশের হয়ে যে কোনও উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন। থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৩ ধাপ এগিয়ে আছেন ৪৮ নম্বরে। তবে অবনতি হয়েছে নাহিদার। তিনি দুই ধাপ পিছিয়ে অবস্থান করছেন ১২ নম্বরে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর
নারী ইমার্জিং ওয়ানডে সিরিজদক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক