X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আবেশ খানের বোলিংয়ে শেষ ওভারে হারলো রাজস্থান

  স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ০০:২২আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০০:৪৩

রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচে আলো কেড়ে নিয়েছিলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। নিলামের আলোচিত কিশোর এখন আইপিএলের সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার। শুধু কি তাই? ১৪ বছর ২৩ দিন বয়সে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে অভিষেক করেছেন প্রথম বলে ছক্কা হাঁকিয়ে! অবশ্য তার অভিষেক ম্যাচটা জিততে পারেনি রাজস্থান। তাদের ২ রানে হারিয়ে দিয়েছে লখনউ। 

অথচ শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৯ রান প্রয়োজন ছিল রাজস্থানের। কিন্তু আবেশ খান স্নায়ু ধরে রাখায় শেষ ৬ বলে মাত্র ৬ রানই নিতে পারে তারা! তাতে রাজস্থানের নাকের ডগা থেকে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে লখনউ। 

১৭ ওভার পর্যন্ত ম্যাচ দেখে মনে হচ্ছিল তিন ম্যাচ হারের বৃত্ত ভাঙতে পারবে রাজস্থান। ১৮ বলে প্রয়োজন ২৫। তখন ১৮তম ওভারে ৫ রানের বিনিময়ে দুটি উইকেট তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সমর্থ্য হন আবেশ খান। প্রথম বলেই ফেরান সেট হয়ে থাকা ও সর্বোচ্চ ইনিংস খেলা ওপেনার যশস্বী জয়সওয়ালকে (৭৪)। তার ৫২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছয়ের মার। 

একই ওভারের শেষ বলে আরেক সেট ব্যাটার রায়ান পরাগকে (৩৯) আউট করলে নড়বড়ে পরিস্থিতিতে পড়ে যায় রাজস্থান। পরাগের ২৬ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। যার প্রভাবে শেষ ওভারে ফিনিশিংটা টাচটা তারা দিতে পারেনি। রাজস্থান শেষ পর্যন্ত ৫ উইকেটে থামে ১৭৮ রানে।         

৩৭ রানে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরা আবেশ খান। একটি করে নিয়েছেন শার্দুল ঠাকুর ও এইডেন মারক্রাম। 

শুরুতে টস জিতে এইডেন মারক্রামের ৬৬ ও আইয়ুশ বাডোনির ৫০ রানে ভর করে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ গড়ে লখনউ। মারক্রামের ৪৫ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়। বাডোনির ৩৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। তাছাড়া শেষ দিকে আব্দুল সামাদের ১০ বলে খেলা ৩০ রানের ক্যামিও ইনিংস স্কোর বাড়াতে ভূমিকা রাখে। সামাদের ইনিংসে ছিল ৪টি ছয়। 

রাজস্থানের হয়ে ৩১ রানে দুটি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

 

/এফআইআর/ 
সম্পর্কিত
পদপিষ্টে নিহতের ঘটনায় আরসিবির শীর্ষ কর্মকর্তা গ্রেফতার
পদপিষ্টে ১১ মৃত্যু: ভাষা হারিয়ে ফেলেছেন কোহলি
বেঙ্গালুরু পেলো শিরোপা, আর কে কী পেলেন?
সর্বশেষ খবর
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’