X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ভারতীয় ড্রোন হামলায় স্টেডিয়ামের ক্ষতি, স্থগিত নাহিদদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৫, ১৮:২৩আপডেট : ০৮ মে ২০২৫, ২০:০৫

ভারত-পাকিস্তানের সংঘাত যুদ্ধাবস্থার দিকে যাচ্ছে। পাকিস্তান দাবি করেছে, ভারতের পাঠানো ২৫টি ড্রোন তাদের আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে। একইসঙ্গে ভারত জানিয়েছে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা তারা প্রতিহত করেছে। দুই দেশের এমন আক্রমণ পাল্টা আক্রমণের প্রভাব পড়ছে পাকিস্তান সুপার লিগেও। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ স্থগিত হয়েছে। বাংলাদেশের পেসার নাহিদ রানা এবার পেশাওয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ।

একটি ভিডিওতে দেখা গেছে, ভারতের একটি ড্রোনের হামলায় রাওয়ালপিন্ডি স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাচটি আয়োজন করার মতো অবস্থা নেই স্টেডিয়ামের। একই সঙ্গে খেলোয়াড়দের শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি হওয়ার কথা ছিল। 

এক মিডিয়া বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পেশাওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার হতে যাওয়া আজকের পিএসএল ম্যাচটি নতুন করে নির্ধারণ করবে। সময় হলেই সংশোধিত সূচি জানিয়ে দিবে পিসিবি।’

স্বাভাবিকভাবে স্টেডিয়ামের চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই ঘটনায় দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার শুধু রাওয়ালপিন্ডিতে নয়, করাচি ও লাহোরেও ড্রোন হামলা হয়েছে। এক কথায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি বিরাজ করছে। 

গত ২২ এপ্রিল ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে সংঘাতের আভাস পাওয়া যায়। যার শুরুটা হয়েছে মঙ্গলবার রাত থেকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ
‘বিচার বিভাগে ফ্যাসিবাদের পক্ষে যারা ছিলেন, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে’
‘বিচার বিভাগে ফ্যাসিবাদের পক্ষে যারা ছিলেন, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে’
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের সিগন্যালে হয়েছে: নুর
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের সিগন্যালে হয়েছে: নুর
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২