X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

‘বিচার বিভাগে ফ্যাসিবাদের পক্ষে যারা ছিলেন, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৫, ২১:৩৩আপডেট : ০৮ মে ২০২৫, ২১:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলছেন, ফ্যাসিবাদের দোসর হিসেবে বিচার বিভাগে যারা কাজ করেছেন, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমানে এ ধরনের কমপক্ষে ৩০ জন দোসর আইন অঙ্গনে রয়েছেন। অবিলম্বে তাদেরকে সরাতে হবে। যারা অবসরে চলে গেছেন, তাদেরকেও ছাড় দেওয়া যাবে না।

কারণ এই বিচারকরাই ২০২৪ সালের  নির্বাচনের আগের রাতে আদালত বসিয়ে ভিন্নমতের লোকদের সাজা দিয়েছেন। বেগম জিয়াকে কারাগারে পাঠিয়েছেন ও তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বিকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ. জে. মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

সভায় সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই শুধু বিচারকদের স্বাধীনতা দেওয়ার জন্য নয়, পুরো বিচার বিভাগকে স্বাধীন করতে বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে। এটাই প্রকৃত সময়। তিনি আইন ও বিচার বিভাগে এ.জে. মোহাম্মদ আলীর বিভিন্ন অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, এ. জে. মোহাম্মদ আলীর সহধর্মিণী মিসেস ফারজানা আলী প্রমুখ।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রধান শিক্ষকের চেয়ার ঝুলছে গাছে
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করায় পত্রিকা কার্যালয়ে হামলা-ভাঙচুর
সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করায় পত্রিকা কার্যালয়ে হামলা-ভাঙচুর
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
ঢাকার সাবেক এমপি হাবিবের ভাই ৫ দিনের রিমান্ডে
ঢাকার সাবেক এমপি হাবিবের ভাই ৫ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
চুল চকচকে করবে অ্যালোভেরার এই প্যাক
চুল চকচকে করবে অ্যালোভেরার এই প্যাক