X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

উৎকণ্ঠার কয়েকটি দিন শেষে দুবাইয়ে নেমে রিশাদের স্বস্তি

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ১৮:০৩আপডেট : ১০ মে ২০২৫, ১৮:০৩

ভারত ও পাকিস্তানের সংঘাতে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল স্থগিত করা হয়েছে। পাকিস্তানে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন ও নাহিদ রানা। যুদ্ধাবস্থা পরিস্থিতির মধ্যে তাদের নিয়ে উদ্বিগ্ন ছিল দেশের মানুষ। বিসিবি সার্বক্ষণিক খোঁজখবর রেখেছে তাদের। অবশেষে উৎকণ্ঠায় কয়েকটি দিন কাটানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি থেকে তাদেরসহ সব বিদেশি ক্রিকেটারদের দুবাইতে নেওয়া হয়েছে। রিশাদ গণমাধ্যমের কাছে স্বস্তি প্রকাশ করেছেন।

দুবাই বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে রিশাদ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা সংকট কাটিয়ে দুবাইয়ে পৌঁছে গেছি। এখন ভালো লাগছে। ফ্লাইটটা উপভোগ করেছি এবং একটু ভয়ও ছিল। ফ্লাইট থেকে নামার পর যখন শুনেছি টেকঅফ করার ২০ মিনিট পরে মিসাইল পড়েছে এয়ারপোর্টে। শোনার পরে একটু খারাপ লাগছে এবং ভয়ও লাগছিল। দুবাই আসার পরে আমাদের স্বস্তি লাগছে।’

রিশাদ জানান, এই কয়েকদিন তার পরিবার নির্ঘুম রাত কাটিয়েছে, ‘যখন আমি খেলার জন্য বাইরে যাই, আমার পরিবার সবসময় চিন্তা করে, সেটা পরিস্থিতি ভালো হোক বা মন্দ। যখন তারা পাকিস্তানের খবর জানলো, এখানে সেখানে বোমা ফাটছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে, স্বাভাবিকভাবে তারা টেনশনে ছিল। আমি তাদের সান্ত্বনা দিয়েছি, বলেছি যে আমাকে নিয়ে চিন্তা করো না। তারপর তারা একটু স্বাভাবিক হয়েছিল।’

রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে ম্যাচ খেলেছেন। পেশাওয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে গেলেও মাঠে নামা হয়নি নাহিদের। দুবাইতে ফেরার সময় দুজনে একই ফ্লাইটে ছিলেন। পুরো ফ্লাইটে বেশিরভাগ সময় চুপ করে ছিলেন নাহিদ। রিশাদ তাকে সাহস দিয়েছেন।

নাহিদকে নিয়ে তিনি বলেন, ‘নাহিদ রানা একটু চুপচাপ ছিল। আমি বুঝতে পারছিলাম, মনে হয় একটু টেনশনে ছিল আরকি। আমি ওকে বলছিলাম টেনশন করার কিছু নাই। ইনশাআল্লাহ, কোনও কিছু হবে না।’

অন্য বিদেশি ক্রিকেটাররাও আতঙ্কের মধ্যে ছিলেন বললেন এই লেগস্পিনার, ‘আসলে বিদেশি যারা ছিল স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা এবং টম কারান। আমার মনে হয় ওরা এত আতঙ্কে ছিল যে এখনই যেতে পারলে বাঁচে আরকি। দুবাইয়ে নামার পরে ড্যারিল মিচেল বলেছে আমি জীবনে আর পাকিস্তানে আসবো না, এই পরিস্থিতিতে তো কখনোই না। অনেক আতঙ্কে ছিল ওরা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির ব্যানার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় দখল, চলছে দলীয় কার্যক্রম
এনসিপির ব্যানার দিয়ে আওয়ামী লীগ কার্যালয় দখল, চলছে দলীয় কার্যক্রম
শ্রীমঙ্গল তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
শ্রীমঙ্গল তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
আবাহনীকে আটকে দিলো পুলিশ, পাপনকে লাল কার্ড
আবাহনীকে আটকে দিলো পুলিশ, পাপনকে লাল কার্ড
টাঙ্গাইলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু