X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২
ইমার্জিং ওয়ানডে সিরিজ

রাকিবুল-রাব্বির অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫, ১৬:০৭আপডেট : ১৬ মে ২০২৫, ১৬:৩০

ইমার্জিং টিমের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ছিল ‘অলিখিত ফাইনাল’। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ অল্প রানের পুঁজি পায়। ২২৫ রান করে তারা। অথচ দেড়শ পার করা নিয়ে শঙ্কিত ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত মাহফুজুর রাব্বি ও রাকিবুল হাসানের দৃঢ় ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর করে বাংলাদেশ। তারপর দুজনে বল হাতেও ঝলক দেখান। তাতে ৩৪ রানের জয়ে সিরিজ ২-১ এ নিশ্চিত করেছে আকবর আলীরা।

দলীয় ২ রানে ওপেনার মোহাম্মদ রিজওয়ান ডাক মারেন। মাহফিজুল ইসলাম রবিন ও রায়ান রাফসানের ৩৫ রানের জুটি ভাঙার পর ধস দেখে স্বাগতিকরা। ১১৮ রানে ৮ উইকেট পড়ে তাদের।

এই সময়ে মাহফিজুল ২৬ ও অধিনায়ক আকবর আলী ৩৮ রান করেন। দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন রাব্বি ও রাকিবুল। ৮৪ রানের জুটি গড়েন তারা নবম উইকেট জুটিতে। ৪০ বলে ৪২ রান করে থামেন রাকিবুল।

শেষ জুটিতে মারুফ মৃধাকে নিয়ে ২৩ রান যোগ করার পথে হাফ সেঞ্চুরি করেন রাব্বি। ৭৭ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রান করেন তিনি।

৪৫.৫ ওভারে বাংলাদেশকে অলআউট করতে তিন উইকেট নেন দক্ষিণ আফ্রিকার সেসোনা সেপো এনদোয়ান্দা।

জয়ের পর বাংলাদেশের উচ্ছ্বাস

লক্ষ্যে নেমে বড় বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম সাত ব্যাটারের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের ঘরে রান করেন। অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হিরডেন ৩৪  ও ওনগোমোদিতসে রিচার্ড সেলেতসোয়ান ৩৫ রান করেন।

রাকিবুল, রাব্বি ও ওয়াসি সিদ্দিকীর দুর্দান্ত বোলিংয়ে ৯৪ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল প্রোটিয়ারা। সেখান থেকে অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে লড়াইয়ে ফেরে তারা। টিয়ান মিচেল ফন ভুরেন ও এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা ৫৪ রানের জুটি গড়েন।

টিয়ান ৪০ রানে ফেরার পর বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়ান এনকোবানি ও শেপো ইনোসেন্ট এনটুলি। এই জুটি ভেঙে দেন রাকিবুল। এনটুলিকে (১৭) ফিরিয়ে ৪২ রানের জুটি বিচ্ছিন্ন করেন বাংলাদেশি স্পিনার। পরের ওভারে মোকোয়েনাকে রান আউট করে ৩৮.২ ওভারে জয়ের আনন্দে মাতে স্বাগতিকরা। ১৯১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।

১০ ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নেন রাকিবুল। দুটি করে উইকেট পান ওয়াসি ও রাব্বি।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির উপদেষ্টা পরিষদ গঠনে সার্চ কমিটি
এনসিপির উপদেষ্টা পরিষদ গঠনে সার্চ কমিটি
আমিরাতে মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
আমিরাতে মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
ইশারা ভাষায় গ্রাহক সেবার জন্য সম্মাননা স্মারক পেল গ্রামীণফোন
ইশারা ভাষায় গ্রাহক সেবার জন্য সম্মাননা স্মারক পেল গ্রামীণফোন
প্রয়াত বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্মরণে দোয়া মাহফিল
প্রয়াত বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্মরণে দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা