X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সব ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করছেন অঙ্কন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৯:৪৪আপডেট : ১৯ মে ২০২৫, ১৯:৪৪

ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক মৌসুম ধরেই দারুণ ক্রিকেট খেলছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তারই ধারাবাহিকতায় গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেকও হয়ে যায় উইকেটকিপার এই ব্যাটারের। শুধু লাল বলেই না, সাদা বলেও ছন্দময় ক্রিকেট খেলছেন তিনি। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আগামী বুধবার দ্বিতীয় চারদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সোমবার মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অঙ্কন জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। 

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অঙ্কন করেছিলেন অপরাজিত ৪২। দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ১০৫ রানের ঝলমলে এক ইনিংস। চার দিনের প্রথম ম্যাচ দল হারলেও, ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে একাই লড়ে গেছেন। অপরাজিত থাকেন ১৬৭ বলে ৫৭ রানের ইনিংস খেলে।   

ঢাকায় দ্বিতীয় ম্যাচ নিয়ে অঙ্কন বলেছেন, ‘দল হিসেবে আমরা সিরিজটা খেলছি। খুব ভালোভাবে শুরু করেছি। ওয়ানডে সিরিজে ভালো খেলেই জিতেছি। যদিও প্রথম চার দিনের ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি। আমাদের পরিকল্পনা ছিল ভিন্ন, দ্বিতীয় টেস্টে ভালোভাবে ফিরতে পারবো বলে আমরা আশাবাদী।’

সিলেট ও মিরপুরের উইকেট প্রসঙ্গে অঙ্কন বলেছেন, ‘ক্রিকেটে উইকেট অনেক বড় ফ্যাক্টর। সিলেটে আমরা অনেক দিন ধরে ছিলাম, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। মিরপুরের উইকেট সম্পর্কে আমরা সবাই জানি। কী ধরনের কন্ডিশন ও চ্যালেঞ্জ আসতে পারে, তা নিয়েও ধারণা আছে। আমাদের লক্ষ্য সব সময়ই ম্যাচ জেতা। প্রথম ম্যাচে আমাদের ম্যাচ পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন না করায় ওরা ফিরে এসেছে।’

কোনও নির্দিষ্ট ফরম্যাট নয়, সব ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করছেন জানালেন অঙ্কন, ‘আমি চেষ্টা করছি যে কোনও সংস্করণে যেন ভালো খেলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করছি। যাতে যে কোনও পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পারি। নিজের স্কিলে প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছি। অনেক দূর যেতে হবে এখনও। তবে আমি আশাবাদী, সামনে আরও ভালো কিছু করতে পারবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতার বিরুদ্ধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিএনপি নেতার বিরুদ্ধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
শুল্কমুক্ত সুবিধায় আনা দামি গাড়ি ফেলে রাখা হয় রাস্তায়, দুদকের অভিযান
শুল্কমুক্ত সুবিধায় আনা দামি গাড়ি ফেলে রাখা হয় রাস্তায়, দুদকের অভিযান
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের মুখে চুনকালি ও গলায় জুতার মালা
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের মুখে চুনকালি ও গলায় জুতার মালা
রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপনসহ ১৪ জন রিমান্ডে
রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপনসহ ১৪ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক