দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে মিরপুরের মাঠে নেমেছে বাংলাদেশ ইমার্জিং দল। আগে ব্যাটিং করে বাংলাদেশ দল মাচটিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ওপেনার ইফতেখার হোসেন ইফতি ও মঈন খান ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। এই দুই ব্যাটারে ভর করে বাংলাদেশ ৭ উইকেটে ২৪২ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে।
চতুর্থ ওভারে আশিকুর রহমান শিবলির উইকেট পতনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদশের বিপর্যয়। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৫৮ রানে ৫ উইকেট হারানোর পর ওপেনার ইফতি ও মিডল অর্ডার ব্যাটার মঈন মিলে গড়েন ১৭৯ রানের জুটি। মঈন ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ১৫৯ বলে ৯১ রানে তিনি নিজের ইনিংসটি সাজান।
সঙ্গীকে হারানোর কিছুক্ষণ পর ইফতিও সাজঘরে ফেরেন। যদিও তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। ২৯১ বলে ১৪ রানে ইফতি ১০৯ রানের ইনিংস খেলেন। এই দুইজনের ব্যাটেই বাংলাদেশ ইমার্জিং দল ২৪২ রান করে দিন শেষ করে। রাকিবুল হাসান (২) ও রিপন মন্ডল (০) অপরাজিত থেকে বুধবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে অ্যান্ডিল চার্লস ৬৩ রানে শিকার করেন তিনটি উইকেট। এছাড়া শেপো ইনোসেন্ট নেন দুটি উইকেট।