বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে এবং তাদের সামনে ক্লাব পর্যায়ে খেলার এক বাস্তব সুযোগ করে দিতে এইস স্পোর্টস নেটওয়ার্ক আয়োজন করেছে এক বিশেষ ক্রিকেট ট্রায়াল- ‘স্বপ্নযাত্রা’। ঢাকার ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার শুরু হলো বহু প্রতীক্ষিত ক্রিকেট ট্রায়ালের প্রথম দিন। বুধবার দ্বিতীয় দিনে অংসখ্য ক্রিকেটার সুযোগ পাবেন ট্রায়ালে অংশ নেওয়ার।
‘স্বপ্নযাত্রা’ শুধু একটি ট্রায়াল নয়, এটি দেশের হাজারো তরুণ ক্রিকেটারের স্বপ্ন পূরণের এক সেতু বন্ধন। প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭,০০০-এরও বেশি প্রতিযোগী তাদের খেলার ভিডিও জমা দিয়েছিলেন। দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এখান থেকে সরাসরি এই ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। স্বপ্নযাত্রার প্রথম দিনে অন্তত ৪০০ ক্রিকেটার বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ট্রায়ালে অংশ নেন। এইস স্পোর্টস নেটওয়ার্কের কর্ণধার ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরীসহ দেশের স্বনামধন্য ক্রিকেট ব্যক্তিত্বরা ট্রায়ালে উপস্থিত থেকে তরুণ প্রতিভাদের উৎসাহ দিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান, এছাড়াও ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস, হান্নান সরকার এবং জাভেদ ওমর বেলিম। তাদের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।
এই আয়োজনে এইস স্পোর্টস নেটওয়ার্কের সহযোগী ১৩টি ক্লাবের কোচ ও অফিসিয়ালরা উপস্থিত আছেন। বিভিন্ন ধরনের ড্রিল সেশনের মাধ্যমে ক্রিকেটারদের দক্ষতা যাচাই করা হচ্ছে। প্রথম দিনের প্রাথমিক বাছাই পর্বের পর বেছে নেওয়া হবে ৯৬ জন ক্রিকেটারকে। নির্বাচিত খেলোয়াড়েরা আগামীকাল (বুধবার) দ্বিতীয় দিনের চূড়ান্ত ট্রায়ালে আবারও মাঠে নামবেন। সেখান থেকে সেরা খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবের জন্য বেছে নেবেন ক্লাব প্রতিনিধিরা। এটি ক্রিকেটারদের জন্য সরাসরি ঢাকার ক্লাব পর্যায়ে খেলার এক অসাধারণ সুযোগ।