ভারত-পাকিস্তান সংঘাতের জেরে পিএসএল স্থগিত হওয়ার পর ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হক আই দলের স্টাফরা যে যার দেশে ফিরে যান। দুই দেশের যুদ্ধবিরতি হলে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় শুরু হলেও বাকি আট ম্যাচে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম। কারণ হক আই দলের স্টাফরা আর ফেরেননি। একই কারণে পাকিস্তান ও বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকছে না বল ট্র্যাকিং ও আল্ট্রা এজের মতো প্রযুক্তি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে ক্রিকেট পাকিস্তান। আর এই ব্যাপারে দুই দলকেই জানিয়ে দিয়েছে বোর্ড। আর ডিআরএস ছাড়া পাকিস্তান ও বাংলাদেশ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
আগামীকাল বুধবার লাহোরে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ সিরিজ। পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে ৩০ মে ও ১ জুন। শুরুতে এই সিরিজ পাঁচ ম্যাচের করা হলেও পরে তা কমিয়ে আনা হয়।
ডিআরএস ছাড়া পিএসএলে আম্পায়ারিং নিয়ে কোনও ধরনের বিতর্ক তৈরি হয়নি। নির্বিঘ্নে সবগুলো ম্যাচ শেষ হয়েছে। আয়োজক বোর্ডের আশা, তিন ম্যাচের সিরিজেও পাকিস্তান ও বাংলাদেশ আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত পোষণ করবে না।