X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

স্টেডিয়াম সংস্কারে সরকারের দ্বারস্থ বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৬, ২০:৪৯আপডেট : ২৫ মে ২০১৬, ০২:৩১

স্টেডিয়াম সংস্কারে সরকারের দ্বারস্থ বাফুফে 'বাংলাদেশ প্রিমিয়ার লিগ' ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক 'বাংলাদেশ সুপার লিগ'-এর খেলা বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে সারা দেশে মোট ১০টি স্টেডিয়াম ব্যাপক সংস্কার করতে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি অাহ্বান জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ আহ্বান জানায় বাফুফে। সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফের ঊর্ধতন কর্মকর্তারা।
এতে মোট ১০টি স্টেডিয়াম সংস্কারের আহ্বান জানানো হয়। স্টেডিয়ামগুলো হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম (চট্টগ্রাম), সিলেট জেলা স্টেডিয়াম, রংপুর জেলা স্টেডিয়াম, মুক্তিযুদ্ধ জেলা স্টেডিয়াম (রাজশাহী), ময়মনসিংহ জেলা স্টেডিয়াম, বরিশাল জেলা স্টেডিয়াম, খুলনা জেলা স্টেডিয়াম, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম (কমলাপুর স্টেডিয়াম)।
এসব স্টেডিয়ামে বিপিএল ও বিএসএল-এর খেলগুলো যথাযথভাবে অয়োজনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় বাফুফে। পরে বাফুফেতে নিজ কার্যালয়ে সালাউদ্দিন বলেন, 'দেশের ফুটবলে জাগরণ তৈরিতে সরকারের সহযোগিতা ছাড়া অন্য কোনও পথ নেই। আমরা সরকারের দ্বারস্থ হয়েছি এবং অাশা করি এ ব্যাপারে সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ