X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আর্সেনাল জিতলেও হেরে গেছে লিস্টার

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ২৩:১২আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২৩:২৩

আর্সেনালের জয়ের নায়ক আলেক্সিস সানচেস ইনজুরি টাইমেই যেন জমে ছিল ম্যাচের সব উত্তেজনা। তা নয়তো কী! এমিরেটস স্টেডিয়ামে ১০ জনের আসের্নাল জয় পেয়েছে ইনজুরি টাইমের নাটকীয়তায়। আলেক্সিস সানচেসের পেনাল্টি গোলে বার্নালির বিপক্ষে গানাররা পেয়েছে ২-১ ব্যবধানের জয়।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে এমিরেটস স্টেডিয়াম দেখেছে দুটি পেনাল্টি। প্রথমে পায় বার্নালির, আর পরে স্বাগতিক আর্সেনাল। উত্তেজনা ছড়ানো ম্যাচটির ইনজুরি টাইম গড়ায় তাই ৯ মিনিট পর্যন্ত। তার আগে ৬৫ মিনিটে গ্র্যান্ট শাকা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে গানাররা পরিণত হয় ১০ জনের দলে।

তার আগেই অবশ্য এক গোলের লিড নিয়েছিল আর্সেনাল শ্রুকদ্রান মুস্তাফির লক্ষ্যভেদে। ৫৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোল করেন এই জার্মান ডিফেন্ডার। খানিক পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শাকা। একজন খেলোয়াড় কম নিয়ে বাকি সময়টা দারুণভাবে সামাল দেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে অবশ্য লিডটা আর ধরে রাখতে পারেনি তারা। গানারস মিডফিল্ডার ফ্রান্সিস কোকুয়েলিন বক্সের ভেতর বাজেভাবে ফাউল করলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। সুবর্ণ এই সুযোগ নষ্ট করেননি আন্দ্রে গ্রে। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে তিনি বার্নালিকে ফেরান সমতায়।

এখানেই শেষ নয়, ম্যাচের আরও নাটকীয় মুহূর্ত ছিল বাকি। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে পেনাল্টি পায় আবার আর্সেনাল। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নিয়ে সানচেস নিশ্চিত করেন আর্সেনালের জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেন ওয়েঙ্গারের দল। ২২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৭।

লিস্টার হেরে গেছে সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগে হারের বৃত্ত ভাঙতে পারল না লিস্টার সিটি। এবার সাউদাম্পটনের মাঠ থেকে ০-৩ গোলে হেরে ফিরেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ২৬ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায় জেমস ওয়ার্ড-প্রাউসের লক্ষ্যভেদে। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জয় রোদ্রিগেস, আর শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে লিস্টারের কফিনে শেষ পেরেকটি মারেন দুসান ত্রাদিচ পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ