X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রোনালদোর ৭০০তম ম্যাচে হারল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০২:০৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১৫

মাইলফলক ছোঁয়ার ম্যাচে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারেননি রোনালদো ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের একাদশে জায়গা পেয়েই একটি মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোলও করলেন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি তিনি। লা লিগায় বুধবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২-১ গোলে হেরেছে রিয়াল।


দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে দুই ম্যাচ কম খেলে মেস্তায়ায় প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা। কাতালান জায়ান্টদের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা চারে নেওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু ব্যর্থ হলো তারা। আর বার্সার শিরোপা ধরে রাখার আশা হলো আরও জ্বলজ্বলে। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের চেয়ে বর্তমান চ্যাম্পিয়নরা এক পয়েন্ট পিছিয়ে। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা রিয়াল এবার সত্যিই চাপে পড়ে গেল। ২৩ ম্যাচে বার্সেলোনা ৫১ পয়েন্ট নিয়ে জিদানের শিষ্যদের ঘাঁড়ে নিশ্বাস ফেলছে।

ভ্যালেন্সিয়ার মাঠে শুরুতেই ধাক্কা খায় রিয়াল। মাত্র ৯ মিনিটের মধ্যে দুই গোল তাদের একেবারে পিছিয়ে দেয়। সর্বশেষ রিয়াল ১০ মিনিটের মধ্যে দুই গোল হজম করেছিল সেভিয়ার বিপক্ষে ২০০৩ সালের নভেম্বরে। প্রথমার্ধে রোনালদো এক গোল শোধ দিলেও ম্যাচে আর ফিরতে পারেনি ইউরোপের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ পেয়েছিল অতিথি দলটি। তবে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ও ডিফেন্স রুখে দিয়েছে রিয়ালকে।

মাত্র চার মিনিটে সিমন জাজার দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এর পর স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ হয় ফ্যাবিয়ান ওরেয়ানার গোলে। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ৪৪ মিনিটে ব্যবধান কমান রোনালদো। আগের দুই ম্যাচে গোল না পাওয়া ফিফার বর্ষসেরা ও ব্যালন ডি’অরজয়ী এ তারকা এদিন নিজের ছায়া থেকে বের হতে পেরেছিলেন। কিন্তু তার ৭০০তম ক্লাব ম্যাচটি বিষাদে ভরে গেল। স্পোর্তিং লিসবনে ক্যারিয়ার শুরু করা রোনালদোর মাইলফলকের ম্যাচ হলো না উদযাপনের। ক্লাব ক্যারিয়ারের ৫০৯তম গোল করা ‘সিআরসেভেন’ শেষ মুহূর্তে একটি হেড করেছিলেন। তবে সেটি চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। এর আগে করিম বেনজিমা ও গ্যারেথ বেলের সুবর্ণ সুযোগ নষ্ট হয়।

এক কথায় লা লিগার চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় হারটি রিয়ালের জন্য বড় ধরনের শঙ্কার আভাস দিল। আর বার্সার জন্য বয়ে আনল স্বস্তির বাতাস।

অন্যদের চেয়ে রিয়ালের হাতে এক ম্যাচ বেশি থাকার কারণ ঝড়ো আবহাওয়ার কারণে সেল্তা ভিগোর ক্ষতিগ্রস্ত মাঠের খেলা স্থগিত হয়ে যায়। সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম 

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
চ্যাম্পিয়নস লিগবার্নাব্যুতে আরেকটি জাদুকরী রাতের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ 
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশ
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ