X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মৌসুম শুরু-শেষের ব্যাখ্যা দিল বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ২০:০২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২০:০৩

মৌসুম শুরু-শেষের ব্যাখ্যা দিল বাফুফে ফুটবল মৌসুম শুরু আর শেষ হওয়ার বিভ্রান্তির অবসান ঘটাতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের নতুন নিয়ম অনুযায়ী দলবদলের ফর্ম ছাড়ার দিন থেকেই একজন ফুটবলার নিজেকে ’ফ্রি’ বা উন্মুক্ত বলতে পারবেন। অর্থাৎ ফর্ম ছাড়ার সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন মৌসুমের হিসাব, শেষ হবে পুরনো মৌসুম।

সাম্প্রতিক সময়ে ফুটবলারদের দলবদলের ক্ষেত্রে সবচেযে বড় জটিলতা হিসেবে আবির্ভূত হয়েছে ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ। ক্লাবগুলো খেলোয়াড়দের সঙ্গে যে চুক্তি করে, তাতে লেখা থাকে চুক্তির মেয়াদ হবে মৌসুম শেষ হওয়া পর্যন্ত। সাধারণত লিগ শেষ হওয়ার পরপরই খেলোয়াড়রা নিজেদের উন্মুক্ত ভাবেন এবং নতুন মৌসুমের জন্য দর কষা শুরু করেন। ক্লাবগুলোর লিগ শেষের পরও যদি তাদের অন্য খেলা থাকে, সেক্ষেত্রে খেলোয়াড়দের ধরে রাখে। যে সব ক্লাবের খেলা থাকে না তারাও মাঠে নেমে পড়ে নতুন মৌসুমকে সামনে রেখে দল সাজানোর কাজে। 

এ সময়ে একজন খেলোয়াড় যদি অন্য ক্লাবে খেলতে চান বা চলে যান, তখনই শুরু হয় জটিলতা। ক্লাব বলে খেলোয়াড়দের সঙ্গে তাদের চুক্তি অব্যাহত আছে। খেলোয়াড় আবার বলে লিগ শেষ মানে মৌসুম শেষ। সম্প্রতি ঢাকা আবহনীর পাঁচ খেলোয়াড় বিপিএলের নতুন দল সাইফ স্পোর্টিংয়ে যোগ দেয়, অথচ আবাহনী তখন এএফসি কাপের প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচিত হয়। এ অবস্থার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য বাফুফে এখন মৌসুমের নতুন নিয়ম করছে। 

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ সম্পর্কে বলেছেন, ‘চলতি মাসের ২০ তারিখ থেকে দলবদলের ফর্ম দেওয়া শুরু করেছি আমরা। অর্থাৎ নতুন মৌসুমের কাজ শুরু হয়েছে, ১ এপ্রিল থেকে দলবদলে তাই খেলোয়াড়রা এখন স্বাধীন। আগামী মৌসুমে এটিই সবাইকে মানতে হবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের রয়েছে একটি ক্যালেন্ডার, কোনও খেলোয়াড় যদি পুরো মৌসুমের জন্য চুক্তি করতে না চায় তবে সেটিও তারা করতে পারবে। তবে সেক্ষেত্রে অবশ্যই চুক্তির তারিখ ও এটি শেষ হওয়ার তারিখ উল্লেখ করতে হবে, না হলে এটি গ্রহণ করা হবে না।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলোয়াড় নিবন্ধন একই সঙ্গে শুরু হবে ১ এপ্রিল থেকে। ফুটবল মৌসুমের পর্দা উঠবে মে মাসে ফেডারেশন কাপ দিয়ে। আর জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ।




/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার