X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বার্সেলোনার এই অবস্থার কারণ তাহলে সুয়ারেস!

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ১৮:৫২আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৮:৫৯

লুই সুয়ারেস গোল নেই লুই সুয়ারেসের। প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি ছড়ানো এই স্ট্রাইকার টানা চার ম্যাচ পাননি গোলের দেখা। তার এই বিবর্ণ পারফরম্যান্সেই কী বার্সেলোনার এই হাল? পরিসংখ্যানের দিকে নজর দিলে কিন্তু সেটাই হয়ে উঠছে স্পষ্ট। লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর উরুগুইয়ান স্ট্রাইকারের গোল পাওয়া মানেই যে বার্সেলোনার না হারা নিশ্চিত!

জুভেন্টাসের বাধা টপকাতে পারেনি বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাই শেষ হয়ে গেছে কাতালানদের দৌড়। দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট খেলে একটা গোলও করতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। বিশ্বের সেরা আক্রমণভাগ ‘এমএসএন’-এর ব্যর্থতায় হতবাক এমনকি জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফনও। বার্সেলোনার এই ব্যর্থতার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা যেতে পারে সুয়ারেসের গোল না পাওয়া।

মেসি-নেইমার গোল পেয়েছেন, তবু বার্সেলোনা হেরেছে, এমন দৃশ্য দেখা গেছে অনেকবারই। তবে সুয়ারেস গোল পেলে জয় না এলেও অন্তত হারতে হয়নি কাতালানদের। লিভারপুল ছেড়ে বার্সেলোনায় নাম লেখানোর পর উরুগুইয়ান তারকা ১৩৮ ম্যাচে করেছেন ১১৫ গোল। তার পাওয়া গোলের ম্যাচে কেবলমাত্র একবারই হেরেছে বার্সেলোনা। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ওই ম্যাচটি বাদ দিলে সুয়ারেসের গোল পাওয়া মানেই বার্সেলোনা জয় কিংবা ড্র।

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সুয়ারেসের। টানা চার ম্যাচ পাননি তিনি গোলের দেখা। যার একটিতে কেবল জিততে পেরেছে বার্সেলোনা। লা লিগায় সবশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচটি বাদ দিলে লুই এনরিকের দল লিগে হেরেছে মালাগার বিপক্ষে, আর চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে প্রথম লেগে মাঠ ছাড়তে হয় ৩-০ গোলের হারের হতাশায়। আর সবশেষ ইতালিয়ান ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্রতে শেষ হয় বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ অধ্যায়।

বিবর্ণ সুয়ারেসের ছন্দে ফেরাটা তাই খুব জরুরি বার্সেলোনার জন্য, আর সেটা অবশ্যই রবিবারের লা লিগার ম্যাচেই। সান্তিয়াগো বার্নাব্যুতে সেদিন যে বার্সা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। ওই ম্যাচ হারলে আবার লিগ শিরোপার স্বপ্নও শেষ হয়ে যেতে পারে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ