X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপে ট্রেন ভ্রমণ ‘ফ্রি’

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৭, ১২:২৩আপডেট : ২১ জুলাই ২০১৭, ১২:৪৩

রাশিয়া বিশ্বকাপে ট্রেন ভ্রমণ ‘ফ্রি’ আগামী ফুটবল বিশ্বকাপ যারা মাঠে বসে উপভোগ করতে চান, তারা এবার কিছুটা কমাতে পারেন খরচের বাজেট। কারণ ১১টি ভেন্যুর শহরে যেতে লাগবে না ট্রেনের টিকিট। আগামী বছর হতে যাওয়া ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসরে ‘ফ্রি’তে ট্রেনে চড়তে পারবেন ভক্তরা।

১৪ জুন থেকে ১৫ জুলাইয়ের এ প্রতিযোগিতা হবে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কালিনিনগ্রাদ, কাজান, নিঝনি নভগোরোদ, সামারা, ভোলগোগ্রাদ, সারানস্ক, রোস্তভ-অন-দোন, ইয়েকাতেরিনবার্গ ও সোচিতে।

অবশ্য ‘ফ্রি’তে ট্রেন ভ্রমণের জন্য অনলাইনে ভক্তকে দুটি কাজ করতে হবে- ফুটবল ম্যাচের টিকিট কিনতে হবে এবং পেতে হবে একটি ফ্যান আইডি, যেটা দিয়ে দেশটিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পাবে ভক্তরা।

এ জুলাইয়ে শেষ হওয়া কনফেডারেশনস কাপের অভিজ্ঞতা থেকে এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ান সরকার। ওই প্রতিযোগিতাতেও চালু ছিল ফ্রি ট্রেন ভ্রমণ। যদিও ভক্তদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে সারা বিশ্ব থেকে আসা ভক্তদের কাছে প্রশংসিত হয়েছিল এ পদক্ষেপ।

২০১৮ বিশ্বকাপের ট্রান্সপোর্টেশন ডিরেক্টরেট প্রধান তেরেন্তি মেচেরিকোভ বলেছেন, ‘আমরা এক ঢিলে দুই পাখি মারলাম। দুটি বিষয় মাথায় ছিল- রাশিয়ায় আসা হাজার হাজার ভক্তদের কীভাবে থাকতে দেওয়া যায় এবং আয়োজক শহরগুলোতে যাতায়াত ব্যবস্থা কতটা সহজ করা যায়। এ সিদ্ধান্ত নিয়ে আমরা দুটি সমস্যার সমাধান করেছি। আমাদের বেশিরভাগ ট্রেন রাতে যাত্রা শুরু করে এবং সকালে পৌঁছায়। তাই ভক্তরা ঘুমিয়ে তাদের গন্তব্যস্থলে যেতে পারবে।’

বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে জয়ী হতে এ সিদ্ধান্ত সবচেয়ে সহায়ক ছিল মনে করেন এ কর্মকর্তা। প্রশ্ন থেকে যায়- এ ইভেন্টে টিকিট ছাড়া যাতায়াতে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়বে রাশিয়ান রেলওয়ে কোম্পানিগুলো, তাদের প্রতিক্রিয়া কী? মেচেরিকোভ জানালেন, সরকার এ ব্যাপারটা দেখছে। তাদের প্রত্যেক পয়সার ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারি খাত থেকে।

ফ্রি টিকিট পাওয়া যাবে অনলাইনে। আগামী ১ ডিসেম্বর ক্রেমলিনে বিশ্বকাপ ড্রর পর এর জন্য আবেদন করতে পারবেন ভক্তরা। ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি