X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান ফুটবল প্রধানের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ২৩:৩৯আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ০২:৫৪

কার্লো তাভেচ্চিও গত বুধবার জরুরি বৈঠক ডেকেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ইতালির ছিটকে যাওয়ার পর ওই বৈঠকে প্রধান কোচ জিয়ান পিয়েরো ভেনতুরাকে বরখাস্ত করে এফআইজিসি। কয়েকদিন যেতে না যেতেই এবার সভাপতি কার্লো তাভেচ্চিও সরে দাঁড়ালেন তার পদ থেকে। সোমবার রেফারিস অ্যাসোসিয়েশনের সভাপতি মার্সেলো নিচ্চি নিশ্চিত করেছেন খরবটি।

রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব উতরাতে পারেনি ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের প্লে অফে সুইডেনের বিপক্ষে হেরে ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলা হচ্ছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মিলানের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র হওয়ার পর এফআইজিসি ডাকে জরুরি বৈঠক। যেখানে এক বিবৃতিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছিল, ‘সভাপতি তাভেচ্চিও প্রথম নির্দেশ দিয়েছেন বর্তমান কোচিং স্টাফদের ছেঁটে ফেলার। তাই ভেনতুরা আর কোচ থাকছেন না ইতালির।’

বুধবার যিনি নির্দেশ দিয়েছিলেন কোচ ছাঁটাইয়ের, সেই তাভেচ্চিও নিজেই এবার সরে দাঁড়ালেন সভাপতির পদ থেকে। নিচ্চি সাংবাদিকদের জানিয়েছেন, রোমে এফআইজিসি’র বৈঠকে তাভেচ্চিও পদত্যাগ করেছেন। ৭৪ বছর বয়সী এই ইতালিয়ান ফুটবল কর্তা রবিবার এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে চোখের জল ঝরিয়ে ইতালির বিশ্বকাপ ব্যর্থতার জন্য দায়ী করেন ভেনতুরাকে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘টেকনিক্যাল সমস্যাই এই ধ্বংসের কারণ, কোচ টেকনিক্যাল জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছেন।’

২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ইতালি বিদায় নিলে পদত্যাগ করে তখনকার সভাপতি জিয়ানকার্লো আবেতে। তার জায়গায় দায়িত্ব নেওয়া তাভেচ্চিও গত মার্চে আবার নির্বাচিত হন সভাপতি। সোমবার তিনিও বিদায় নিলেন ইতালিয়ান ফুটবলের ব্যর্থতায়। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি