X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সেভিয়াকে উড়িয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ০৩:১৭আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০৩:৫৮

কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা সেভিয়াকে বিধ্বস্ত করে কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ কাপে টানা চতুর্থ শিরোপা জিতল তারা।

২০১৬ সালের ফাইনালের পুনরাবৃত্তি ছিল বার্সা-সেভিয়ার এই লড়াই। দুই বছর আগের শিরোপা নির্ধারণী লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট বার্সাকে রুখে দিতে পারলেও এবার উল্টো গোলবন্যায় ভেসে গেল সেভিয়া। ২০১৫ সালে অ্যাথলেতিক বিলবাও, ২০১৬ সালে সেভিয়া ও ২০১৭ সালে দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল কাতালান জায়ান্টরা। সেভিয়াকে এবার বিধ্বস্ত করে ৩০তম কোপা দেল রে জিতল তারা।

ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দুই দলের শেষ দেখা হয়েছিল সপ্তাহখানেক আগে। লা লিগার ওই ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসি বদলি মাঠে নামতেই পাল্টে যায় ম্যাচের চেহারা। সুয়ারেসের সঙ্গে এই আর্জেন্টাইন তারকা গোলে ২-২ ব্যবধানের লিগে অপরাজিত থাকে তারা।

বার্সেলোনার গোল উদযাপন এবারও তাই মেসিকে নিয়ে ভয় ছিল সেভিয়ার। কিন্তু পুরো ৯০ মিনিটে ‘ভিনগ্রহের’ এই ফুটবলারকে আটকাতে পারেনি তারা। স্পেনের ফুটবলে উড়তে থাকা বার্সাকে মাটিতে নামানোর তীব্র বাসনা পূরণ করতে পারেননি সেভিয়ার কোচ ভিনচেঞ্জো মন্তেয়া। মেসি একটি গোল করেছেন, অন্য দুটিতে রেখেছেন অবদান। তাতেই উড়ে গেছে সেভিয়া।

১৪ মিনিটে ফিলিপে কৌতিনিয়ো সহজ গোল বানিয়ে দেন লুই সুয়ারেসকে। ম্যাচ ঘড়ি আধ ঘণ্টা হতেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে ওয়ান-টু পাসে জোর্দি আলবা আর্জেন্টিনার অধিনায়ককে গোল বানিয়ে দেন। বিরতিতে যাওয়ার আগে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন সুয়ারেস। মেসিকে পাস দিয়ে ডিবক্সে ঢুকে যান তিনি। সেভিয়ার রক্ষণ চিড়ে আর্জেন্টিনার তারকা বল পাঠান উরুগুয়ান স্ট্রাইকারকে, এরপর দুর্দান্ত শটে গোলরক্ষক সোরিয়াকে পরাস্ত করেন।

শিরোপা হাতে নিলেন ইনিয়েস্তা মেসির সঙ্গে ওয়ান-টু পাসে ৫২ মিনিটে গোল করেন ইনিয়েস্তা। ১৬ মিনিট পর সেভিয়ার ডিবক্সে প্রতিপক্ষের খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় বার্সা। হ্যাটট্রিকের সুযোগ ছিল সুয়ারেসের। কিন্তু স্পট কিক থেকে শট নেন কৌতিনিয়ো, ব্রাজিলিয়ান তারকার লক্ষ্যভেদী শটে বিশাল জয় নিশ্চিত করে কাতালান জায়ান্টরা।

লা লিগায় শিরোপা পুনরুদ্ধার করার আগে মৌসুমের প্রথম শিরোপা জিতল বার্সা। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার ‍ক্ষতে কিছুটা প্রলেপও লাগাল তারা। কোচ এরনেস্তো ভালভারদে তো সেটাই বলেছিলেন ম্যাচ শুরুর আগে, ‘কোপা দেল রে শিরোপা জেতা হবে চ্যাম্পিয়নস লিগের ব্যথা দূর করার সবচেয়ে ভালো উপায়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার