X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় ভাঙতে পারে যেসব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৮, ২২:৪০আপডেট : ১২ জুন ২০১৮, ২২:৫৭

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর্জেন্টিনার ফুটবল গ্রেট ডিয়েগো ম্যারাডোনা ও কলম্বিয়ান গোলরক্ষক ফারিদ মনদ্রাগোনের গড়া রেকর্ড এবারের বিশ্বকাপে ভাঙার অপেক্ষায়। নতুন রেকর্ড গড়ার জন্য মাঠে নামবেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, পাল্টা দেবে কোস্টারিকাও। এমনই রেকর্ড ভাঙা-গড়ার হাতছানি দিচ্ছে এবারের রাশিয়া বিশ্বকাপ। ফিফা এসব তুলে ধরেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে- তাবারেস ও সান্তোস শেষ ষোলোতে উরুগুয়ে ও পর্তুগালের সাক্ষাৎ হলে এক ম্যাচে দুই কোচের মিলিত বয়সের নতুন রেকর্ড হবে। অস্কার তাবারেস ও ফের্নান্দো সান্তোসের মিলিত বয়স হবে ১৩৫ বছর ৩ মাস। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্রিসের ওটো রেহাগেল ও নাইজেরিয়ার লার্স লেগ্যারব্যাকের গড়া বর্তমান রেকর্ড পেছনে পড়ে যাবে তাহলে। ৮ বছর আগে গ্রুপে দুই দলের লড়াইয়ের দিনে তাদের মিলিত বয়স ছিল ১৩৩ বছর ৯ মাস।

উরুগুয়ের বিপক্ষে মিশর খেলবে ১৫ জুন। ওইদিন মিশরীয় গোলরক্ষক এসাম এল-হাদারির বয়স হবে ৪৫ বছর ৫ মাস। ওই ম্যাচ তো বটেই, রাশিয়ায় অন্য যে কোনও ম্যাচে খেললেও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়বেন তিনি ফারিদ মনদ্রাগোনকে (৪৩ বছর ৩ দিন) পেছনে ফেলে।

বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ব্রাজিলের। ১৯৫৪ সালের কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির কাছে ৪-২ গোলে হারের পর ১৯৬৬ সালের বিশ্বকাপে এই দলের কাছে গ্রুপে ৩-১ গোলে হেরেছিল তারা। মাঝে অজেয় ছিল টানা ১৩ ম্যাচ। এই রেকর্ড ভেঙে দিতে পারে এবার জার্মানি। ২০১০ সালের সেমিফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে সবশেষ হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। টানা ৮ ম্যাচ অজেয় থেকে রাশিয়া বিশ্বকাপে পা রাখছে জার্মানরা।

আর তিনটি গোল চাই মেসির অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোলের রেকর্ড ডিয়েগো ম্যারাডোনার। বিশ্ব জয়ী এই কিংবদন্তির রেকর্ড ভাঙতে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দরকার আর ৩ গোল।

বিশ্বকাপে টানা ৬ ম্যাচ অজেয় থেকে কনকাকাফ (উত্তর আমেরিকা) অঞ্চলের রেকর্ডধারী মেক্সিকো। ১৯৯৪ সাল ও ১৯৯৮ সালের বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিল মেক্সিকানরা। এবার তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে কোস্টারিকা। ২০১৪ সালের বিশ্বকাপে তাদের পাঁচ ম্যাচের একটিও হারেনি দলটি। সার্বিয়ার বিপক্ষে হার এড়ালেই মেক্সিকোকে স্পর্শ করবে কোস্টারিকা, আর ব্রাজিলকে রুখে দিলে এককভাবে রেকর্ড হয়ে যাবে তাদের।

রাশিয়া বিশ্বকাপে দলে জায়গা পেলে তৃতীয় খেলোয়াড় হয়ে ৫টি বিশ্বকাপ খেলার দুর্লভ কীর্তি গড়বেন রাফা মারকেজ। মেক্সিকোর এই অভিজ্ঞ খেলোয়াড় স্পর্শ করবেন আন্তোনিও কারবাজাল ও জার্মান লিজেন্ড লোথার ম্যাথাউসকে। জিয়ানলুইজি বুফন পাঁচটি বিশ্বকাপে দলের সঙ্গে গেলেও ১৯৯৮ সালের আসরে একটি ম্যাচও খেলতে পারেননি।

দিদিয়ের দেশম ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে পারলে অনন্য এক অর্জন করবেন। কোচ ও খেলোয়াড় হিসেবে শিরোপা জেতা তৃতীয় ব্যক্তি হবেন তিনি। ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতা এই সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার স্পর্শ করবেন মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে।

কোস্টারিকার বিশ্বকাপ দল বিশ্বকাপে টানা ৫ ম্যাচে ড্র করার রেকর্ড বেলজিয়ামের, ১৯৯৮ থেকে ২০০২ সালের আসর পর্যন্ত। ২০১৪ সালের বিশ্বকাপে কোস্টারিকা তাদের শেষ তিনটি ম্যাচই ড্র করেছিল। নতুন রেকর্ড গড়তে ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের।

অস্ট্রেলিয়ার টিম কাহিল, মেক্সিকোর রাফা মারকেজ ও পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো রাশিয়ায় গোল করলেই অনন্য এক মর্যাদা পাবেন। ৪টি বিশ্বকাপে গোল হবে তাদের। তিনটির বেশি আসরে গোল করার কীর্তি কেবল আছে উবে সিলার, পেলে ও মিরোস্লাভ ক্লোসার। ফিফা

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস