X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল চান রুপু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৮, ১৯:০৫আপডেট : ১৩ জুন ২০১৮, ১৯:৪১

সত্যজিৎ দাশ রুপু

বিশ্বকাপ এলে দুই ভাগ হয়ে যায় বাংলাদেশ। এক দলে ব্রাজিল, অন্য দলে আর্জেন্টিনা। বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে যদি দুই দল মুখোমুখি হতো! বহু ফুটবল ভক্তের মতো সত্যজিৎ দাশ রুপুও সেই স্বপ্নের ফাইনালের অপেক্ষায়।

জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বর্তমান ম্যানেজার রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্রাজিলকে সমর্থন করলেও আমি মেসির ভক্ত। মেসি আমার ফেভারিট খেলোয়াড়। তার কোনও খেলা আমি মিস করি না। আমি চাই আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনালে খেলুক, ফাইনালে ধ্রুপদী ফুটবল দেখুক বিশ্ববাসী।’

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কার? রুপুর পক্ষপাত প্রিয় দলের দিকে, ‘ব্রাজিলের শিরোপা জেতার সম্ভাবনা আছে। শুধু সমর্থক হিসেবে নয়, বাছাই পর্ব থেকে তাদের পারফরম্যান্স দেখেই এ কথা বলছি। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেও তারা ভালো খেলেছে। কোচ তিতের কৌশল ভালো মতো অনুসরণ করছে খেলোয়াড়রা। মনে হচ্ছে হেক্সা মিশনের পথেই আছে ব্রাজিল।’

আর্জেন্টিনা নিয়ে তার বিশ্লেষণ, ‘আর্জেন্টিনার পক্ষে শিরোপা জেতা কিছুটা কঠিন। বাছাই পর্বে তাদের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। একাধিক খেলোয়াড় ইনজুরির কারণে ছিটকেও পড়েছে। দল হিসেবে তারা এখনও গুছিয়ে উঠতে পারেনি। তাই মেসিদের নিয়ে তেমন ভরসা করতে পারছি না।’

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের অপেক্ষায় থাকলেও রুপুর মতে, কোনও দলই হটফেভারিট নয় এবার। ‘কে জিততে পারে বিশ্বকাপ?’ এ প্রশ্নে তার জবাব, ‘বিশ্বকাপের শিরোপা ঘুরে-ফিরে কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে। নতুন দলের হাতে শিরোপা কমই যাচ্ছে। এবার ইতালি নেই। অন্যবারের মতো এবারও জার্মানি, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ব্রাজিল শিরোপার দাবিদার। অবশ্য বেলজিয়াম, পর্তুগালসহ কয়েকটি দেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই শেষ পর্যন্ত অপেক্ষা করাই ভালো। দেখা যাক, কার হাতে ট্রফি ওঠে!’

/টিএ/এএআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী