X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ ক্রুসিয়ানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৮, ২০:৫১আপডেট : ২৩ জুন ২০১৮, ২০:৫৪

বাংলাদেশের কোচ থাকার সময় আন্দ্রেস ক্রুসিয়ানি আন্দ্রেস ক্রুসিয়ানির দীর্ঘ কোচিং ক্যারিয়ারে জড়িয়ে আছে বাংলাদেশেরও নাম। ২০০৫-২০০৬ সালে এই আর্জেন্টাইন কোচের অধীনেই খেলতো লাল-সবুজের দল। বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থক গোষ্ঠী প্রিয় দলের পারফরম্যান্সে হতাশ। ক্রুসিয়ানির প্রতিক্রিয়াও একই।

আইসল্যান্ডকে নাইজেরিয়া ২-০ গোলে হারানোয় আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা জেগে উঠেছে। ক্রুসিয়ানি অবশ্য তেমন আশাবাদী নন। ফেসবুকের মাধ্যমে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘নাইজেরিয়া আইসল্যান্ডকে হারালেও এতে খুশি হওয়ার কিছু নেই। যদি ধরে নেন এটা আর্জেন্টিনার জন্য লাইফ লাইন তাহলে আমি বলবো ভুল। আমার সোজা কথা, আর্জেন্টিনার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া উচিত। এমন ফুটবল খেলে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন না দেখাই উচিত।’

ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর আর্জেন্টিনা শিবিরে রীতিমতো ঝড় বয়ে যায়। ক্রুসিয়ানি জানিয়েছেন, ‘ক্রোয়েশিয়ার কাছে হারের পর ওই রাতে কী হয়েছে আমি জানি। সিনিয়র সহ দলের সব খেলোয়াড় কোচ সাম্পাওলিকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। তারা চায়, টেকনিক্যাল ডিরেক্টর হোর্হে বুরুচাগা কোচের দায়িত্ব নিক।’

সাম্পাওলির কোচিং নিয়ে ক্রুসিয়ানিও প্রশ্ন তুলেছেন, ‘সহকারী কোচ সহ কোচিং স্টাফের সঙ্গে সাম্পাওলির সম্পর্ক ভালো নয়। তার কোচিং কিংবা খেলোয়াড় বাছাই ঠিক হচ্ছে না। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও বিপাকে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় করলে সাম্পাওলিকে ২০ মিলিয়ন ডলার দিতে হবে তাদের।’

ক্রুসিয়ানি জানালেন, সাম্পাওলি নাকি দায়িত্ব ছাড়তে চান না, ‘এখনই সাম্পাওলির পদত্যাগ করার ইচ্ছে নেই। তিনি ভালো করেই জানেন, বিশ্বকাপের পর বেশ কয়েক জন সিনিয়র খেলোয়াড় জাতীয় দল থেকে অবসর নেবেন। তখন তিনি নিজের মতো করে দল গড়তে পারবেন।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র