X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

আবারও চোটের ধাক্কা ব্রাজিল দলে

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, ২১:১২আপডেট : ২৫ জুন ২০১৮, ২১:১২

এবার চোটে পড়েছেন দগলাস কোস্তা ব্রাজিল শিবিরে আবার ইনজুরির ধাক্কা। এবার চোটে পড়েছেন দগলাস কোস্তা। হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাকছেন না এই উইঙ্গার। খবরটি নিশ্চিত করেছেন দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার।

মস্কোর ম্যাচটি ব্রাজিলের জন্য বাঁচা-মরার। হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কোচ তিতে কোস্তার সঙ্গে পাচ্ছেন না দানিলোকেও। ম্যানচেস্টার সিটি ফুলব্যাক অবশ্য কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জেতার ম্যাচেও ছিলেন না চোটের কারণে। মস্কোর বিমানে চড়ছেন না এই দুই খেলোয়াড়, তাদের সোচিতে থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন লাসমার।

কোস্টারিকার বিপক্ষে জেতার পথে বদলি হিসেবে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কোস্তা। ইনজুরি টাইমে নেইমারের করা দ্বিতীয় গোলটি এসেছিল তার ক্রস থেকেই। কিন্তু সার্বিয়ার বিপক্ষে দলের সঙ্গে মাঠেই যাওয়া হচ্ছে না এই উইঙ্গারের। তার ডান হ্যামস্ট্রিংয়ে চোটের বিষয়টি নিশ্চিত করে লাসমার বলেছেন, ‘(কোস্টারিকা ম্যাচের পর) দগলাস কোস্তা জানায় তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা। সে বাঁ পায়ের চোট নিয়ে এসেছিল এখানে (বিশ্বকাপে), তবে এবারের ব্যথাটা অন্য পায়ে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, মাংশপেশীতে হালকা চোট পেয়েছে, যে কারণে সে আমাদের সঙ্গে যাচ্ছে না (মস্কোতে)।’

সোচিতে ব্রাজিলের ক্যাম্পে সেরে ওঠার কাজ করবেন কোস্তা। সুস্থ হতে কতটা সময় লাগবে? এ ব্যাপারে অবশ্য নির্দিষ্ট কোনও সময় দিতে পারেননি লাসমার, ‘সে কবে সুস্থ হবে, সেটা বলতে পারছি না।’ তাহলে কি বিশ্বকাপ শেষ হয়ে গেছে জুভেন্টাস উইঙ্গারের? প্রশ্নটা জোর দিয়ে উড়িয়ে দিতে না পারলেও তিনি আশাবাদী কোস্তার খেলার ব্যাপারে, ‘আমরা আশাবাদী তার প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে, অবশ্য সেটা নির্ভর করছে আমাদের বিশ্বকাপ পারফরম্যান্সের ওপর।’

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দানিলো খেলেছিলেন। কিন্তু কোস্টারিকা ম্যাচে ছিটকে যান নিতম্বের চোটে। এখনও সেরে উঠতে পারেননি তিনি, তাই কোস্তার মতো তিনিও যেতে পারছেন না মস্কোর শেষ ম্যাচে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
ঘূর্ণিঝড় রিমালভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান