X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সালমানের সঙ্গে কী কথা আফ্রিদির?

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৮, ১৯:৩২আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৯:৩৩

সালমান খান ও শহীদ আফ্রিদি একজন বলিউডের ‘টাইগার’, অন্যজন পাকিস্তান ক্রিকেটের ‘সিংহ’। জনপ্রিয়তার দিক থেকে সালমান খান ও শহীদ আফ্রিদি সবসময় উপরের সারিতে। ভারত ও পাকিস্তানের দুই অঙ্গনের দুই সুপারস্টার এবার দাঁড়িয়ে গেলেন মুখোমুখি!

না, কোনও সিনেমা বা ২২ গজের লড়াইয়ে নয়, কানাডায় এক অনুষ্ঠানে আফ্রিদি-সালমানের দেখা হয়ে গিয়েছিল, সেই ছবিই নিজের টুইটারে পোস্ট করেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। যে আফ্রিদি মাস কয়েক আগে ভারতীয় সরকারকে ধুয়ে দিয়েছিলেন কাশ্মীর ইস্যুতে, সেই তিনিই সালমানের সঙ্গে তোলা ছবি পোস্ট করলেন কী কারণে?

অতঃপর দিনকয়েক আগে পোস্ট করা ছবির ব্যাখ্যা দিলেন আফ্রিদি। ভারত ও পাকিস্তানের সম্পর্কের বরফ গলাতে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছেন পাকিস্তানি তারকা ও সালমান। ভারত ও পাকিস্তানের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক চান আফ্রিদি। যেটা দুই দেশের সেলিব্রেটিদের পক্ষে সম্ভব বলে মনে করেন তিনি। সেই বিষয়টিই গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় থাকার সময় বলিউড তারকাকে বলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তার এই বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন সালমান।

আইসিসির ইভেন্টে মু্খোমুখি হলেও ২০১২-১৩ মৌসুমের পর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক কোনও সিরিজ হয়নি। রাজনৈতিক টানাপোড়েনের কারণে আলোর মুখ না দেখা দুই প্রতিবেশী দেশের সম্পর্কের উন্নয়নে ভারত ও পাকিস্তানের সেলিব্রেটিদের কাজ করার আহ্বান আফ্রিদির। কানাডায় সালমানের সঙ্গে দেখা হওয়া সময় পাকিস্তানি তারকা সেটাই বলেছেন।

পাকিস্তানের হয়ে ৩৯৮ ওয়ানডে ও ২৭ টেস্ট খেলা এই অলরাউন্ডারের উদ্ধৃতি দিয়ে ‘টরেন্টো ডেইলি টাইমস’ ছেপেছে, ‘আমরা একমত হয়েছি যে, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য সেলিব্রেটিদের ভূমিকা রাখা উচিত, মিডিয়ায় দুই দেশকে নিয়ে ইতিবাচক কথা বলে।’ সালমানের সঙ্গে তার ছবি পোস্ট করাটাও তাই এই জন্য, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তার (সালমানের) সঙ্গে আমার ছবি পোস্ট করাটা একই কারণে।’

কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের তীব্র নিন্দা জানানো কিংবা ‘ডাক পেলেও আইপিএলে খেলব না’- মন্তব্য করা আফ্রিদির হঠাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে নতুন ভাবনা কতটুকু আলোর মুখ দেখে, সেটাই এখন দেখার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ