X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

লিস্টারকে হারিয়ে ম্যানইউয়ের মৌসুম শুরু

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ১০:৪৮আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১১:০১

ম্যানইউয়ের গোল উদযাপন। ছবি: রয়টার্স প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড পড়েছিল কঠিন পরীক্ষার সামনে। প্রতিপক্ষ ছিল লিস্টার সিটি। যদিও বাধাটা পেরিয়ে গেছে তারা। পল পগবা ও লুক শ’র লক্ষ্যভেদে ২-১ গোলের জয়ে লিগ মৌসুম শুরু করেছে ‘রেড ডেভিলস’।

ইউরোপের ঘরোয়া ফুটবলের সেরা পাঁচ লিগের প্রথমটি শুরু হলো ইংল্যান্ড দিয়ে। ২০১৮-১৯ মৌসুম কতটা উত্তেজনাকর হতে যাচ্ছে, তার নমুনা পাওয়া গেল ওল্ড ট্র্যাফোর্ডের ম্যানইউ-লিস্টারের লড়াইয়ে। স্বাগতিকরা জয় উদযাপন করলেও লিস্টার পারফরম্যান্স দিয়ে জানিয়ে রাখলো এবারও চমৎকার মৌসুম অপেক্ষা করছে তাদের সামনে।

এবারের প্রিমিয়ার লিগের প্রথম গোল পল পগবার। রাশিয়া বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডার শুরুতেই এগিয়ে নেন ম্যানইউকে। শুক্রবার রাতের ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে লিড নেয় স্বাগতিকরা। আলেক্সিস সানচেসের শট নিজেদের বক্সের ভেতর হাতে লাগে মরগ্যানের। রেফারি শুরুতে খেলা চালিয়ে গেলেও কয়েক সেকেন্ড পর বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে পাওয়া সহজ সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি পগবা।

শুরুতেই গোল হজম করলেও ভড়কে যায়নি লিস্টার, বরং ম্যাচে ফেরার জন্য চেষ্টা করে গেছে আপ্রাণ। একের পর এক আক্রমণে ব্যস্ত রেখেছে ম্যানইউ রক্ষণভাগকে। স্বাগতিকদের রক্ষণ ভাঙতে পারলেও গোলবারের নিচে থাকা দাভিদ দে গেয়ার দেয়াল ভাঙা যায়নি। চরম হতাশার বিশ্বকাপ কাটানো এই স্প্যানিশ গোলরক্ষক প্রথমার্ধে অন্তত দুটি নিশ্চিত গোল ঠেকিয়েছেন।

দ্বিতীয়ার্ধে অবশ্য গতি বাড়ে ম্যানইউয়ের খেলায়। সুযোগও তৈরি করেছে বেশ কয়েকটি, তাতে অবশ্য বল জালে জড়াতে পারছিল না তারা। অবশেষে ৮৩ মিনিটে এসে সফল স্বাগতিকরা, যখন শ’য়ের লক্ষ্যভেদে ব্যবধান করে ২-০। হুয়ান মাতার বাড়ানো ক্রস বক্সের ভেতর ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন তিনি, সেটা হওয়াতেই লাভ হয়েছে ম্যানইউয়ের। কারণ পা ভসকে যাওয়া বল থেকেই লক্ষ্যভেদ করেন ইংলিশ লেফটব্যাক।

ম্যাচ থেকে ছিটকে যাওয়া লিস্টার অবশ্য এক গোল শোধ করে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে সফরকারীদের। জেমি ভার্ডির গোলে বরং আক্ষেপই বেড়েছে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নদের।

বিপরীতে মৌসুমের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো ম্যানইউ। চোখ এখন তাদের ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়েনের বিপক্ষে পরের ম্যাচে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ