X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপে ভিন্ন গ্রুপে আবাহনী-মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১৭:১৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৭:২১

ফেডারেশন কাপের ড্র উপলক্ষে সংবাদ সম্মেলন ফুটবলের নতুন মৌসুম শুরু হতে আর দেরি নেই। আগামী ২৭ অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ফুটবল মৌসুম। শনিবার টুর্নামেন্টের ড্র হয়েছে বাফুফে ভবনে, যেখানে ভিন্ন গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান।

‘সি’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সঙ্গী শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ‘ডি’ গ্রুপে মোহামেডান খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং দুই নবাগত বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাবের সঙ্গে। নবাগত হলেও দেশি-বিদেশি খেলোয়াড় নিয়ে এবার দারুণ শক্তিশালী বসুন্ধরা কিংস।

গতবারের রানার্স-আপ  চট্টগ্রাম আবাহনী সহজ গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে আরামবাগ ও রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও বিজেএমসির।

চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ খেলবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।

মৌসুমের শুরুতেই ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপুর কণ্ঠে লড়াইয়ের ইঙ্গিত, ‘যে গ্রুপে পড়ি না কেন, আমাদের পারফর্ম করে এগিয়ে যেতে হবে। প্রতিপক্ষ যতই কঠিন হোক, লড়াইয়ের বিকল্প নেই।’

শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন চুন্নুর কথা, ‘গ্রুপ পর্বে আমাদের একটা ম্যাচ বেশি খেলতে হবে। আমরা গ্রুপের শীর্ষে থাকতে চাই।’  

নোফেল স্পোর্টিং ক্লাবের কোচ কামাল বাবু অবশ্য তেমন আশাবাদী নন, ‘আমাদের প্রস্তুতি মাত্র ১০ দিনের। এই কয় দিনের অনুশীলনে কতটা ভালো করতে পারবো, তা নিয়ে সংশয় আছে।’

২২ অক্টোবর ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা থাকলেও টুর্নামেন্ট পিছিয়ে গেছে পাঁচ দিন। এ ব্যাপারে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর ব্যাখ্যা, ‘ক্লাবগুলোর দাবি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাঁচ দিন ফেডারেশন কাপ পিছিয়ে দিয়েছি।’ 

ফেডারেশন কাপের গ্রুপিং:

এ গ্রুপ: চট্টগ্রাম আবাহনী লিমিটেড, আরামবাগ ও রহমতগঞ্জ। 

বি গ্রুপ: সাইফ স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও বিজেএমসি।

সি গ্রুপ: ঢাকা আবাহনী ,শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ডি গ্রুপ: মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
প্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
উপজেলা ভোটপ্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
বিএসএফের সব কসুর প্রধানমন্ত্রী মাফ করে দেন: রিজভী
বিএসএফের সব কসুর প্রধানমন্ত্রী মাফ করে দেন: রিজভী
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা