X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অপারেশন নেইমার: পিএসজির খরচ ২৫২ ‍মিলিয়ন ইউরো

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ১৩:২৬আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৩:৪২

অপারেশন নেইমার: পিএসজির খরচ ২৫২ ‍মিলিয়ন ইউরো বার্সেলোনা থেকে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। তবু এখনও আলোচনায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দলবদল ইস্যু। শুক্রবার সেখানে নতুন অধ্যায় যোগ হয়েছে ‘ফুটবল লিকস’-এর তথ্যে।

ফুটবল বিষয়ক এই ওয়েবসাইটির দাবি, ২২২ মিলিয়ন ইউরো নয়, নেইমারকে কিনতে পিএসজির খরচ হয়েছে ২৫২ মিলিয়ন ইউরো। পিএসজির প্রকাশিত খরচের চেয়ে ৩০ মিলিয়ন ইউরো বেশি ব্যয় হয়েছে তাদের। দিনকয়েক ধরেই দলবদলের নতুন তথ্য প্রকাশ করছে ‘ফুটবল লিকস’। শুক্রবার সেই তালিকায় তারা প্রকাশ করেছে নেইমারের ‘সত্যিকারের দাম’।

দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২০১৭ সালের আগস্টে ন্যু ক্যাম্প ছেড়ে পার্ক দে প্রিন্সেসে যোগ দেন নেইমার। বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এই দলবদলে বার্সেলোনার বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন পরিশোধ করেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে আসে ফরাসি ক্লাব। তখন নেইমারের জন্য এই খরচের হিসাবই প্রকাশ করেছিল তারা।

যদিও ‘ফুটবল লিকস’-এর দাবি, এই অর্থের সঙ্গে আরও ৩০ মিলিয়ন ইউরো বেশি খরচ করতে হয়েছে পিএসজিকে। তাদের তথ্য অনুযায়ী, ব্রাজিলিয়ান অধিনায়ককে পেতে দুই এজেন্টকে ১০.৭ মিলিয়ন করে দিতে হয়েছে, যাতে খরচ হয়েছে ২১.৪ মিলিয়ন ইউরো।

এই দুই এজেন্টের একজন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাবা নেইমার সিনিয়র। আর অন্যজন ইসরায়েলি মধ্যস্থতাকারী পিনি জাহাভি।

এখানেই শেষ নয়। যে ক্লাবের হাত ধরে বিশ্ব মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নেইমার, সেই সান্তোসকেও দিতে হয়েছে ৮.৭ মিলিয়ন ইউরো। ২২২ মিলিয়ন ইউরোর সঙ্গে এই ৩০ মিলিয়ন ইউরো মিলিয়ে ‘অপারেশন নেইমার’-এ পিএসজির মোট খরচ ২৫২ মিলিয়ন ইউরো। যদি ‘ফুটবল লিকস’-এর তথ্য ঠিক হয়, তাহলে পিএসজি বাইআউট ক্লজের বাইরে এজেন্ট ও সান্তোসের বিষয়টি গোপন রেখেছিল।

দিনকয়েক আগে কাইলিয়ান এমবাপের দলবদল নিয়ে তথ্য ‘লিক’ করেছিল ফুটবল বিষয়ক এই ওয়েবসাইটটি। যদিও সেই সব তথ্য উড়িয়ে দিয়েছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এবার নেইমারকে নিয়ে বেরিয়ে এলো নতুন অধ্যায়। দেখা যাক পিএসজির জবাব এবার কী হয়! মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি