X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

টানা দ্বিতীয়বার সেমিফাইনালে শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ২০:০৪আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২০:২৬

চট্টগাম আবাহনীর বিপক্ষে শেখ রাসেলের আক্রমণ ২০১২ সালের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। গতবারের ফাইনালিস্ট চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনাল নিশ্চিত করেছে। শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ে একমাত্র গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িন।

শেখ রাসেলের সামনে এখন ছয় বছর পর প্রথম ফাইনালে ওঠার হাতছানি। তার আগে সেমিফাইনাল বাধা পেরোতে হবে তাদের। প্রতিপক্ষ কে নির্ধারণ হবে রবিবার শেষ কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস ও টিম বিজেএমসির লড়াইয়ের পর।

সাইফুল বারী টিটুর দল শুরু থেকে বল দখলে ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল। বেশির ভাগ সুযোগ পান উজবেক উইঙ্গার আজিজোভ আলিশের। আক্রমণভাগের ভুল শটে জয়ের ব্যবধান বড় হয়নি শেখ রাসেলের।

ষষ্ঠ মিনিটে ফজলে রাব্বির ফ্রি কিক থেকে দূরের পোস্টে হেড করেন রাফায়েল। ৬ গজ দূর থেকে তার এই প্রচেষ্টা গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। তবে দ্বিতীয়ার্ধের দুই মিনিট পরই নাইজেরিয়ান স্ট্রাইকারের গোলে এগিয়ে যায় শেখ রাসেল।

আলিশেরের ক্রস চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডার বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পায়ে পান রাফায়েল। তার বাঁ পায়ের শট মুফতা লাওয়ালের গায়ে লেগে জালে ঢোকে।

জাতীয় দলের তরুণ খেলোয়াড় বিপলু আহমেদ ৬৬ মিনিটে সুযোগ নষ্ট করেন। বক্সের প্রান্ত থেকে তার শট সরাসরি চলে যায় গোলরক্ষক মোহাম্মদ নেহালের হাতে।

ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ ছিল চট্টগ্রামের গাম্বিয়ান ফরোয়ার্ড মামোদো বাহয়ের গুরুতর ইনজুরিতে। বল দখল করতে গিয়ে নাইজেরিয়ান ডিফেন্ডার আলিসন উদোকার সঙ্গে সংঘর্ষ হয় তার। গাম্বিয়ান ফরোয়ার্ডের বদলি হয়ে মাঠে নামেন আব্দুল বাতেন কমল।

মাঝমাঠে দাপট ধরে রাখার পাশাপাশি শেখ রাসেলের রক্ষণভাগ চট্টগ্রামের আক্রমণভাগকে সুযোগ তৈরি করতে দেয়নি। তাদের প্রচেষ্টা বক্সে ঢোকার আগেই নষ্ট হয়েছে।

রাফায়েল ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান ৭৮ মিনিটে। কিন্তু গোলপোস্টের খুব কাছ থেকে নেওয়া তার শট পাঞ্চ করে মাঠের বাইরে পাঠান নেহাল।

গত আসরে ঢাকা আবাহনীর কাছে হেরে শেখ রাসেল বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। এবার শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখা দলটি গতবারের আফসোস কাটাতে চায় সেমিফাইনাল জিতে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ