X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সেভিয়াকে হারিয়ে তিনে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৯, ২৩:১১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২৩:১৩

কাসেমিরোর গোল উদযাপন লা লিগায় শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। চারে থেকে এদিন সেভিয়াকে স্বাগত জানায় তারা। ম্যাচ শেষে টেবিলে এগিয়ে গেল মাদ্রিদ ক্লাব। ২-০ গোলে জিতে সেভিয়াকে টপকে তিন নম্বরে উঠেছে সান্তিয়াগো সোলারির দল।

প্রথমার্ধ হতাশায় কেটেছে দুই দলের। ভিনিসিয়াস জুনিয়র শুরুতেই রিয়ালকে এগিয়ে দিতে ব্যর্থ হন সেভিয়া গোলরক্ষকের কারণে। মাঝপথে সের্হিও এসকুদেরো নষ্ট করেন সেভিয়ার সুবর্ণ সুযোগ।

৬ মিনিটে মাঝমাঠ থেকে লুকা মদরিচ বল নিয়ে সামনে এগিয়ে যান। তারপর বল বাড়িয়ে দেন ভিনিসিয়াসের কাছে। এই তরুণ ব্রাজিলিয়ানের দারুণ চেষ্টা লক্ষ্যভ্রষ্ট করে দেন অতিথি গোলরক্ষক থমাস ভ্যাকলিক।

সেভিয়া কাউন্টার অ্যাটাক থেকে ২২ মিনিটে এগিয়ে যেতে পারতো। বেন ইয়েডারের পাসের বল পায়ে নেন এসকুদেরো, তার সামনে কেবল ছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু সেভিয়া মিডফিল্ডারের আড়াআড়ি শট গোলবারের পাশ দিয়ে চলে যায়।

বিরতির পর প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। ৫৮ মিনিটে করিম বেনজিমার পাস থেকে ড্যানি কেবায়োস শট নেন লক্ষ্যে। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়। ৬৭ মিনিটে তার শট ক্রসবারে লাগলে আবারও হতাশ হন কেবায়োস।

সের্হিও রেগুইলনের সহায়তায় ৭৪ মিনিটে একটুর জন্য গোলমুখ খুলতে ব্যর্থ হন কাসেমিরো। তার হেড গোলপোস্টের কয়েক ইঞ্চি দূর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। অবশ্য চার মিনিট পর এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার গোল উচ্ছ্বাসে মাতান মাদ্রিদ ক্লাবকে। ৭৮ মিনিটে রেগুইলনের অ্যাসিস্টে শক্তিশালী শটে ভ্যাকলিককে পরাস্ত করেন কাসেমিরো। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে মদরিচ প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

এই জয়ে ২০ ম্যাচে ৩৬ পয়েন্টে সেভিয়াকে টপকে তিন নম্বরে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা (৪৩) তাদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্টে দ্বিতীয় অ্যাতলেতিকো মাদ্রিদ। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ