X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ফিফায় নিজের গোল দেখে রোমাঞ্চিত মনিকা

তানজীম আহমেদ
০৫ মে ২০১৯, ১৯:৩০আপডেট : ০৫ মে ২০১৯, ১৯:৩৯

বাফুফে ভবনে হাস্যোজ্জ্বল মনিকা চাকমা বাঁ পায়ের ভলিতে দুর্দান্ত এক গোলে বাংলাদেশি ভক্তদের নজর কেড়েছেন মনিকা চাকমা। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিপক্ষে করা ওই গোলটি ফিফার সৌজন্যে এখন বিশ্বের কোটি কোটি ভক্তদের নজরে। এই সপ্তাহের ‘ফ্যানস ফেভারিট’-এর তালিকায় নিজের গোল ঠাঁই পাওয়ায় রোমাঞ্চিত এই ফুটবলার।

এই সপ্তাহে ফিফার ‘ফ্যানস ফেভারিট’ ক্যাটাগরিতে প্রকাশ পাওয়া পাঁচটি সেরা ঘটনার একটি মনিকার বিস্ময়কর গোলটি। ডান প্রান্তে বক্সের ঠিক বাইরে থেকে হেড করে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথার উপর দিয়ে বল সামনে ফেলেন তিনি। তারপর বল মাটিতে লাফিয়ে উপরে উঠতেই ডিবক্স থেকে বাঁ পায়ের দারুণ ভলিতে চোখ ধাঁধানো গোল করেন মনিকা।

নিজের এই গোলটি হয়তো অনেকবারই দেখা হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে। তবে এবার শীর্ষ ফুটবল সংস্থার সাইটে সেরার তালিকায় এই গোল দেখে রোমাঞ্চ লুকাতে পারলেন না বাংলাদেশের এই মিডফিল্ডার। শনিবার রাতে এই খবর জানতে পেরে আনন্দে আত্মহারা মনিকা।

পরদিন রবিবার সকালে নিজের প্রতিক্রিয়া মিডিয়ার কাছে তুলে ধরলেন তিনি, ‘ফিফার সেরার তালিকায় এই গোল আছে জানার পর অনেক ভালো লেগেছে। সতীর্থদের সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে। আসলে এই গোল পাওয়ার আগে নিখুঁত ফিনিশিং করতে পারছিলাম না। আরও ভালো লাগছে কারণ টুর্নামেন্টে ওটাই ছিল আমার প্রথম গোল।’

এই খবর এখনও শোনেননি খাগড়াছড়িতে থাকা বাবা বিন্দু কুমার চাকমা ও মা বরুন মালা চাকমা। পাঁচ বোনের সবার ছোট মনিকা নিজেই তাদের এই খবরটি জানানোর অপেক্ষায় আছেন, ‘আমার বাবা-মা কিংবা বোনেরা এখনও এই ঘটনা জানে না। তবে তারা আমার সেই দুর্দান্ত গোলটি আগেই দেখেছে। খুশি হয়েছিল তখন। তবে ফিফার ঘটনাটি অন্যরকম আনন্দের। এই খবর আমি নিজেই ফোন করে বাবা-মাকে জানাবো।’

বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনও খুশি, ‘মনিকার গোলটি অসাধারণ। এটা বাংলাদেশের ফুটবলের জন্য বড় অর্জন। সে আগেও এমন গোল করেছে। এটা গর্ব করার মতো গোল বলতে পারেন।’

ফিফায় নিজের গোল দেখতে পাবেন, উঠবে তার নামও- কখনও ভাবেননি মনিকা। আর গোলটা যে হয়ে যাবে ভাবেননি তিনি, ‘কোনও রেকর্ড করার জন্য আমি গোল করি না। গোলটা করেছি দেশের জন্য। দল জিতলেই আমি বেশি খুশি হই। আমার মনে হয়েছিল আমি যদি আরেকটু উপরে উঠি তাহলে তো গোল পেতেও পারি। আমি হেড করে বলে নিলাম। তারপর যখন বলে শট করি আমি বুঝতে পারিনি যে এটা গোল হবে, কিন্তু বল জালে ঢোকার পর বুঝেছি যে গোল হয়েছে।’

অনেক সাধনার ফসল এই গোল, এমনটাই মনে করছেন মনিকা, ‘আমার পজিশনে গোল করার চেয়ে গোল করানোর দায়িত্বই বেশি। তবে কখনও কখনও মনে হয় আমাকেও গোল করতে হবে। আমি অনুশীলনে বাড়তি কর্নার ও ফ্রি কিক নিয়ে কাজ করি।'

আরও পড়ুন:
ফিফার সেরার তালিকায় বাংলাদেশের মনিকার গোল

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র