X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

জয় ছাড়া কিছু ভাবছেই না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৯, ১৯:৩৭আপডেট : ১০ জুন ২০১৯, ১৯:৪১

সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশের কোচ জেমি ডে অর্ধেক কাজ শেষ হয়েছে, লাওসের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছেন জামাল-রবিউলরা। এবার ঘরের মাঠে লাওসকে স্বাগত জানাবে বাংলাদেশ। বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের ফিরতি লেগে ড্র করলেই লাল-সবুজ দল একটা বাধা পেরোবে, নিশ্চিত করবে বাছাই পর্বে অংশগ্রহণ। বাংলাদেশের কোচ জেমি ডে’র ভাবনায় অবশ্য জয় ছাড়া অন্য কিছু নেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা ৭টায়।

সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জাতীয় দলের ইংলিশ কোচ বলেছেন, ‘আগামীকালের ম্যাচটা সহজ হবে না। গত ম্যচে প্রথমার্ধে লাওস আমাদের চেয়ে ভালো খেলেছিল। তবে আমি খুশি যে ছেলেরা সেদিন জিতে এগিয়ে রেখেছে আমাদের। আশা করি, আগামীকাল জিতেই বাছাই পর্বে যাব আমরা।’

জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও কোনও রকম আত্মপ্রসাদে ভুগছেন না জেমি, ‘আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে, আগের ম্যাচে জিতলেও সতর্ক থাকতে হবে। ওদের গোল দরকার, তাই ওরা আক্রমণাত্মক ফুটবল খেলবে। তবে আমরা ড্র নয়, জেতার জন্যই মাঠে নামবো। লাওসের মাঠে প্রথমার্ধে ছেলেরা বেশ নার্ভাস ছিল। কিন্তু ঘরের মাঠে আমরা ভালো খেলে জিততে চাই, দেশের মানুষকে একটা উপভোগ্য ম্যাচ উপহার দিতে চাই। শুরুতে গোল পেলে ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবো আমরা।’

প্রতিপক্ষের একটি অস্ত্র নিয়ে অবশ্য চিন্তিত বাংলাদেশ কোচ, ‘গত ম্যাচে, বিশেষ করে প্রথমার্ধে ওদের সেট পিসগুলো আমাদের সমস্যায় ফেলেছিল। তাই কাল ওরা যেন কর্নার আর ফ্রি-কিক কম পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

অন্যদিকে লাওসের কোচ সুন্দ্রাম মূর্তি বলেছেন, ‘গত ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। সেদিন প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে পারিনি। আশা করি, এবার ভাগ্য আমাদের পক্ষে থাকবে। তবে বাংলাদেশ ভালো দল, তারা দ্রুতগতির ফুটবল খেলে। ওদের লম্বা থ্রো-ইন খুব বিপজ্জনক।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের অনার্স-মাস্টার্স শেষ, এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মা
ছেলের অনার্স-মাস্টার্স শেষ, এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মা
৮৫০ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত
৮৫০ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৬
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৬
আসকের নতুন নির্বাহী পরিষদ গঠন
আসকের নতুন নির্বাহী পরিষদ গঠন
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট