X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জয় ছাড়া কিছু ভাবছেই না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৯, ১৯:৩৭আপডেট : ১০ জুন ২০১৯, ১৯:৪১

সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশের কোচ জেমি ডে অর্ধেক কাজ শেষ হয়েছে, লাওসের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছেন জামাল-রবিউলরা। এবার ঘরের মাঠে লাওসকে স্বাগত জানাবে বাংলাদেশ। বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের ফিরতি লেগে ড্র করলেই লাল-সবুজ দল একটা বাধা পেরোবে, নিশ্চিত করবে বাছাই পর্বে অংশগ্রহণ। বাংলাদেশের কোচ জেমি ডে’র ভাবনায় অবশ্য জয় ছাড়া অন্য কিছু নেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা ৭টায়।

সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জাতীয় দলের ইংলিশ কোচ বলেছেন, ‘আগামীকালের ম্যাচটা সহজ হবে না। গত ম্যচে প্রথমার্ধে লাওস আমাদের চেয়ে ভালো খেলেছিল। তবে আমি খুশি যে ছেলেরা সেদিন জিতে এগিয়ে রেখেছে আমাদের। আশা করি, আগামীকাল জিতেই বাছাই পর্বে যাব আমরা।’

জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও কোনও রকম আত্মপ্রসাদে ভুগছেন না জেমি, ‘আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে, আগের ম্যাচে জিতলেও সতর্ক থাকতে হবে। ওদের গোল দরকার, তাই ওরা আক্রমণাত্মক ফুটবল খেলবে। তবে আমরা ড্র নয়, জেতার জন্যই মাঠে নামবো। লাওসের মাঠে প্রথমার্ধে ছেলেরা বেশ নার্ভাস ছিল। কিন্তু ঘরের মাঠে আমরা ভালো খেলে জিততে চাই, দেশের মানুষকে একটা উপভোগ্য ম্যাচ উপহার দিতে চাই। শুরুতে গোল পেলে ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবো আমরা।’

প্রতিপক্ষের একটি অস্ত্র নিয়ে অবশ্য চিন্তিত বাংলাদেশ কোচ, ‘গত ম্যাচে, বিশেষ করে প্রথমার্ধে ওদের সেট পিসগুলো আমাদের সমস্যায় ফেলেছিল। তাই কাল ওরা যেন কর্নার আর ফ্রি-কিক কম পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

অন্যদিকে লাওসের কোচ সুন্দ্রাম মূর্তি বলেছেন, ‘গত ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। সেদিন প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে পারিনি। আশা করি, এবার ভাগ্য আমাদের পক্ষে থাকবে। তবে বাংলাদেশ ভালো দল, তারা দ্রুতগতির ফুটবল খেলে। ওদের লম্বা থ্রো-ইন খুব বিপজ্জনক।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে