X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শেখ রাসেলকে হারিয়ে আবাহনীর ‘প্রতিশোধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ২২:৪৫আপডেট : ১১ জুলাই ২০১৯, ২২:৪৮

শেখ রাসেলের বাধা এড়িয়ে আবাহনীর আক্রমণের চেষ্টা প্রিমিয়ার ফুটবল লিগে টানা ষষ্ঠ জয় পেয়েছে ঢাকা আবাহনী। গতবারের চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। প্রথম পর্বে ২-০ গোলে হার মানা আকাশি-হলুদ দল প্রতিশোধও নিলো এই জয়ে।

২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান দ্বিতীয়। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে বসুন্ধরা কিংস। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ রাসেল।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে শেখ রাসেলের আধিপত্য ছিল। তৃতীয় ও দশম মিনিটে আবাহনীর জাল অক্ষত রাখার কৃতিত্ব গোলকিপার শহীদুল আলম সোহেলের। প্রথমে ইউক্রেনের ফরোয়ার্ড ভ্যালেরি রাইশারের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। এরপর ডিফেন্ডার খালেকুরজামানের ফ্রি-কিক থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িনের হেড ফেরান ফিস্ট করে।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আবাহনী। কিন্তু বিরতির আগে তিনটি দারুণ সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। 

১৭ মিনিটে রুবেল মিয়ার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি সানডে বা জীবনের কেউই। ৩০ মিনিটে রুবেলের আরেকটি ক্রস থেকে প্লেসিং করতে ব্যর্থ হন জুয়েল রানা। বিরতির ঠিক আগে জীবনের হেড চলে যায় ক্রস বারের ওপর দিয়ে।

তবে বিরতির পর জীবন আর ভুল করেননি। ৫৯ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন তিনি। লিগে এটা তার ১৩তম গোল। বাকি সময় প্রতিপক্ষকে আটকে দিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।  

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!