X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কিশোর ফুটবলারদের সাফ শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ১৯:৪১আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৯:৪১

কোচ রবার্ট রাইলসের সঙ্গে মিডফিল্ডার রাকিবুল ইসলাম জাতীয় দল যেমনই খেলুক, বয়সভিত্তিক ফুটবলে কয়েক বছর ধরে দারুণ পারফরম্যান্স বাংলাদেশের। মেয়েদের সাফল্যের কথা তো অনেকেরই জানা। ছেলেরাও সাফল্য পাচ্ছে নিয়মিত। ২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে শিরোপা এনে দেওয়ার পর গত বছর অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের টুর্নামেন্টেও বাংলাদেশ চ্যাম্পিয়ন। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যে অবিচল লাল-সবুজের কিশোররা।

২১ আগস্ট শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার আয়োজক ভারত। পাঁচ দলের টুর্নামেন্টের অন্য তিন দল নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল মুখোমুখি হবে একে অন্যের। পয়েন্ট টেবিলের সেরা দুই দল ৩১ আগস্ট খেলবে ফাইনালে। সব ম্যাচেরই ভেন্যু পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়াম। ২৩ আগস্ট ভুটান, ২৫ আগস্ট শ্রীলঙ্কা, ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াই।

টুর্নামেন্টকে সামনে রেখে রাজধানীর ফর্টিজ একাডেমিতে চার মাস অনুশীলন করেছে দল। শিষ্যদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইংলিশ কোচ রবার্ট মার্টিন রাইলস। রবিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ছেলেদের ফিটনেস এবং মানসিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তারা এখন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে প্রস্তুত।’

সোমবার সকালে ভারতের পথে রওনা হওয়ার আগে আশার কথাই শোনালেন কোচ, ‘যে কোনও টুর্নামেন্টের শিরোপা ধরে রাখা কঠিন। তবে আমার খেলোয়াড়রা শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের দলে গোল করতে দক্ষ স্ট্রাইকার আছে।’

মিডফিল্ডার রাকিবুল ইসলামও শিরোপা ধরে রাখতে আশাবাদী, ‘গতবার আমাদের সিনিয়র ভাইরা নেপাল থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিলেন। এবারও আমরা শিরোপা জিততে চাই। আশা করি, চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ