X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

স্পেনের হয়ে খেলতে আর বাধা নেই ফাতির

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৪

বার্সেলোনার জার্সিতে আনসু ফাতি ফুটবল বিশ্বের নতুন চমক আনসু ফাতি। মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার জার্সি গায়ে জড়িয়ে প্রচারের আলোর নিচে চলে আসা এই ফরোয়ার্ড পেলেন আরেকটি খুশির খবর। স্পেনের জার্সিতে খেলতে আর কোনও বাধা নেই ফাতির।

শুক্রবার স্পেনের নাগরিকত্ব পেয়েছেন গিনি বিসাউয়ে জন্ম নেওয়া ফাতি। স্পেনের নাগরিকত্ব পেতে গেলে ১০ বছর দেশটিতে থাকতে হয়, ফাতি এই ‘শর্ত’ ‍পূরণ করার পর স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকত্বের বিষয়টি নিয়ে কাজ শুরু করে।

তার স্প্যানিশ নাগরিকত্ব নিয়ে বেশি আলোচনার কারণ হলো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই আসরের জন্য দল ঘোষণার সময় শেষ হচ্ছে ‍আগামী সপ্তাহে। সেই কারণেই তার নাগরিকত্ব নিয়ে এত তাড়াহুড়ো ছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। নাগরিকত্ব পেয়ে যাওয়ায় স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলতে আর বাধা নেই বার্সেলোনার যুব দল পেরিয়ে মূল দলে সুযোগ পাওয়া এই ফরোয়ার্ডের।

ফাতির নিজের খুব করে চাওয়া ছিল স্পেনের জার্সি গায়ে জড়ানোর। অন্যদিকে বার্সেলোনার হয়ে মাত্র ১৬ বছর বয়সে আলো ছড়ানো এই ফরোয়ার্ডকে নিজেদের কাছে রেখে দেওয়ার চেষ্টা চালায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত শুক্রবার দুই পক্ষই পেয়েছে খুশির খবর।

জন্মস্থান গিনি বিসাউ ছাড়াও পর্তুগালের হয়ে খেলার যোগ্যতা ছিল ফাতির। জন্মসূত্রে আফ্রিকার দেশটি, আর দাদার সূত্রে খেলতে পারতেন তিনি পর্তুগালের জার্সিতে। যদিও ফাতির পছন্দের তালিকায় সবসময়ই প্রথমে ছিল স্পেন।

অনূর্ধ্ব-১৭ পর্যায়ে স্পেনের জার্সিতে খেললেও সিনিয়র পর্যায়ের ফুটবলে আবারও জাতীয় দল পরিবর্তনের সুযোগ থাকছে ফাতির। তখন চাইলে স্পেন বাদ দিয়ে গিনি বিসাউ কিংবা পর্তুগালের হয়ে খেলতে পারবেন তিনি।

গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েছেন ফাতি। বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে গোল না পেলেও লা লিগায় খেলা তিন ম্যাচে লক্ষ্যভেদ করেছেন দুইবার। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ