X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জামালের নৈপুণ্যে চট্টগ্রাম আবাহনীর রোমাঞ্চকর জয়

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২৩ অক্টোবর ২০১৯, ২১:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৫২

চট্টগ্রাম আবাহনীর গোলের উল্লাস লাওসের নিউ এলিফ্যান্টসের কাছে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল চট্টগ্রাম আবাহনী। অধিনায়ক জামাল ভূঁইয়ার নৈপুণ্যে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় পেলো তারা। বুধবার টানা দ্বিতীয় জয়ে চট্টগ্রামের এই দলটি শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো।

দিনের আরেক ম্যাচে ভারতের মোহনবাগান ২-০ গোলে মালদ্বীপের টিসি স্পোর্টসকে হারিয়েছে। টানা দ্বিতীয় হারে গতবারের চ্যাম্পিয়নদের বিদায় প্রায় নিশ্চিত হয়েছে। দুই ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে মোহনবাগান ও এলিফ্যান্টসের সমান ৩ পয়েন্ট।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে স্বাগতিকরা শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে। মাত্র ১০ মিনিটে এগিয়ে যায় আবাহনী। মন্টেনিগ্রোর রোতকোভিচ লুকার কাটব্যাক থেকে বক্সের মধ্যে থাকা চিনেদু ম্যাথিউ নিখুঁত টোকায় বল জালে জড়িয়ে দেন।

এক গোলে পিছিয়ে পড়ে এলিফ্যান্টস সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে। পুরস্কার পায় ১৪ মিনিটের গোলে। প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন আফিক্সাই থানাখান্তি। ৩৩ মিনিটে নিজেদের ভুলে গোল খেতে হয়েছে আবাহনীকে। ইকবাল জন ভুল পাসে বল তুলে দেন সোমেক্সে কেয়োহানামের পায়ে, এই ফরোয়ার্ড একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন। ২-১ এ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে চট্টগ্রাম আবাহনী।

বিরতির পর আবাহনীর আক্রমণে ধার বাড়ে। একের পর এক আক্রমণ গড়ে প্রতিপক্ষকে কোনঠাসা করে ফেলে। অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন দুর্দান্ত। নিজে গোল করেছেন, করিয়েছেন দুটি।

৫৪ মিনিটে স্কোরলাইন ২-২ করে স্বাগতিকরা। জামালের ক্রসে রোতকোভিচের হেডে দলে স্বস্তি ফেরে। ৭৪ মিনিটে নিজেই গোল করেন জামাল। রহমত মিয়ার লম্বা থ্রো ইন থেকে প্রতিপক্ষ ডিফেন্ডাররা বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বক্সের ভেতরে বল পেয়ে জামাল বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন।

চার মিনিট পর আবাহনী লাওসের দলকে আরও ব্যাকফুটে ফেলে দেয়। জামালের ক্রসে আইভরি কোস্টের কেফি জিন চারলেস দিদিয়ের মাথা ছুঁয়ে দেন। তাতে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশের ক্লাব।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ