X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ফ্যাক্টস

মিজানুর রহমান
০৮ জুলাই ২০১৪, ১৭:১০আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৭:১৩

ব্রাজিল বনাম আর্জেন্টিনা ব্রাজিল ও আর্জেন্টিনা নাকি শুধু ব্রাজিল অথবা শুধু আর্জেন্টিনা? ২০১৪ এর ফাইনালটি 'অল ল্যাটিন' হবে নাকি 'অল ইউরোপিয়ান' হবে। নাকি দুই মহাদেশীয় যুদ্ধই চলমান থাকলে সেমিফাইনালের মতো, এ নিয়ে ফুটবলপ্রেমীদের ভাবনার অন্ত নেই। আসুন তবে দেখা যাক, ইতিহাস কী বলে- এই বিশ্বকাপ ছাড়া এ পর্যন্ত ল্যাটিন আমেরিকায় ছয়টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে। ১৯৩০ সালে উরুগুয়েতে, ১৯৫০ সালে ব্রাজিলে, ১৯৬২ সালে চিলিতে, ১৯৭০ ও ১৯৮৬ সালে ম্যাক্সিকোতে এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনায়। এই ছয়বারের একবারও অল ইউরোপিয়ান ফাইনাল হয়নি। বরং অল ল্যাটিন ফাইনাল হয়েছে দুবার ১৯৩০ এবং ১৯৫০ সালে। সর্বশেষ অল ল্যাটিন ফাইনাল হয়েছে ১৯৫০ সালে। সেই বার আয়োজক ছিল ব্রাজিল। এবারও আয়োজক ব্রাজিল। তাই ভক্তরা ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের আশা করতেই পারে। এই ছয়বারের মধ্যে প্রতিটিতে অন্তত একটি ল্যাটিন টিম ফাইনাল খেলেছে। তবে ইতিহাস এই লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার কারও পক্ষেই রায় দিচ্ছে না। কারণ দুটি দলই তিনবার করে ফাইনাল খেলেছে ল্যাটিন মাটিতে। ব্রাজিল (১৯৫০, ১৯৬২, ১৯৭০), আর্জেন্টিনা (১৯৩০, ১৯৭৮, ১৯৮৬)। ব্রাজিলের পাঁচটি শিরোপার দুটিই এসেছে ল্যাটিন মাটিতে। অপরদিকে আর্জেন্টিনারও দুটি শিরোপার দুটিই ল্যাটিন মাটিতে। আর্জেন্টিনা এ পর্যন্ত চারবারের সেমিফাইনালের লড়াইয়ে একবারও সেমিফাইনাল থেকে বিদায় নেয়নি। সুতরাং বলা যায় ইতিহাস এক্ষেত্রে আর্জেন্টিনার ফাইনালে ওঠার কথাই বলে। অপরদিকে ব্রাজিলও গত তিনবারের সেমিফাইনালে প্রতিবারই ফাইনালে উঠেছে। তাই আশা রাখা দোষের কিছু হবে না। ছয়বার ল্যাটিন আয়োজনের বিশ্বকাপের সেমিফাইনালে দুটি ইউরোপ ও দুটি ল্যাটিন দল প্রতিযোগিতা করে ১৯৫০, ১৯৬২, ১৯৭০, ১৯৭১ সালে। এর মধ্যে ১৯৬২ ও ১৯৭০ সালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ১৯৭৮ সালে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবারও দুটি ল্যাটিন ও দুটি ইউরোপের দেশ রয়েছে সেমিফাইনালে। ১৯৩৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত অল ইউরোপিয়ান ফাইনাল হয়েছে পাঁচবার। ১৯৩৮, ১৯৫৪, ১৯৬৬, ১৯৭৪ এবং ১৯৮২ সালে। প্রথম তিনবার (১৯৩৮, ১৯৫৪, ১৯৬৬) অল ইউরোপিয়ান ফাইনালের পরেরবারের বিশ্বকাপে ফাইনালে উঠেছে ব্রাজিল। অপরদিকে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে পরবর্তী দুইবার (১৯৭৪ এবং ১৯৮২)। এ পর্যন্ত পর পর দুইবার অল ইউরোপিয়ান ফাইনাল হয়েছে ১৯৩৪, ১৯৩৮ সালে এবং ২০০৬, ২০১০ সালে। ১৯৩৮ সালের পরেরবারের বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে উঠেছে এবং সেটি ছিল উরুগুয়ে এবং ব্রাজিলের অল ল্যাটিন ফাইনাল ম্যাচ। সেই সূত্রে এবারও আরেকটি অল ল্যাটিন ফাইনাল দেখার আশা করা যায়। মানে ইতিহাসের প্রথমবারের মতো কাঙ্ক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল! এ তো গেল ল্যাটিন বিশ্বকাপের ফাইনালে ওঠার ইতিহাস। এবার নজর রাখা যাক মঙ্গল ও বুধবারের সেমিফাইনালের ইতিহাস... ব্রাজিল ও জার্মানি এর আগে ২১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১২ বার, জার্মানি জিতেছে চারবার, ড্র হয়েছে পাঁচবার। তবে এই দুই ফুটবল পরাশক্তির মাত্র একবারের বিশ্বকাপের দেখায় ২-০ গোলের ব্যবধানে জিতেছে ব্রাজিল। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে ৩-২ গোলে জার্মানি জিতেছে। এতে নিরাশ হওয়ার কিছু নেই ব্রাজিলের সমর্থকদের। কারণ ফুটবলের ইতিহাসে ব্রাজিলের বিরুদ্ধে জার্মানি পরপর দুই ম্যাচে কখনও জিতেনি। আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মুখোমুখি নেদারল্যান্ডস এগিয়ে। মোট নয়বারের দেখায় ডাচরা জিতেছে চারবার, আর্জেন্টিনা জিতেছে দুইবার, তিনটি ম্যাচ ড্র হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার শেষ জয়টি ছিল ১৯৭৯ সালে। তবে শেষ পর্যন্ত খেলার দিনে ভালো খেলাই শেষ কথা। মাঠের খেলায় অনেক ইতিহাসই পাল্টে যায়। কিছু ক্ষেত্রে মিলে যায় কাকতালের মত। শুভকামনা রইলো চারটি দলের জন্যই...।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ থেকে তুরিন আফরোজের মা-ভাই উত্তরার বাড়িতে থাকতে পারবেন
আজ থেকে তুরিন আফরোজের মা-ভাই উত্তরার বাড়িতে থাকতে পারবেন
সৌদি পৌঁছেছেন ২৫৪২৮ হজযাত্রী
দুই জনের মৃত্যুসৌদি পৌঁছেছেন ২৫৪২৮ হজযাত্রী
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?