X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রোনালদো নেই, ফ্রি-কিকে গোলও নেই রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ২২:৪৭আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:৫১

গ্যারেথ বেল ফ্রি-কিকে ব্যর্থ স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গত বুধবার টনি ক্রুস ভ্যালেন্সিয়ার জাল কাঁপান অবিশ্বাস্য কর্নার কিকে। কিন্তু ফ্রি-কিক থেকে রিয়াল মাদ্রিদের সর্বশেষ গোল খুঁজে বের করতে ফিরে যেতে হবে অনেক পেছনে। ঠিক এক বছর হয়ে গেলো, ফ্রি-কিক থেকে গোল নেই রিয়ালের।

২০১৯ সালের ১৩ জানুয়ারি রিয়াল বেতিসের মাঠে ৮৮ মিনিটে দানি কাবায়োস রিয়ালের জয়ে গোল করেন ফ্রি-কিক থেকে। এরপর ১৯ বারের প্রচেষ্টা ও ভিন্ন ৮ জন কিক নিলেও সরাসরি ফ্রি-কিক থেকে গোল দেখেনি স্প্যানিশ পরাশক্তিরা। সাবেক উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর শূন্যতা ভালোভাবে টের পাচ্ছে তারা!

ফ্রি-কিক থেকে গোল করার তালিকায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে ৩৫তম স্থানে রিয়াল। গত এক বছরে মাদ্রিদ ক্লাবের (২৩) চেয়ে দুই গুনেরও বেশি ফ্রি-কিক নেন মেসি (৪৯)। আর বার্সেলোনার সুযোগ এসেছিল ৫৭ বার, গোল পেয়েছে ৮টি।

কাবায়োসের ওই গোলের পর ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের ৮১ দল অন্তত একবার করে ফ্রি-কিকে সরাসরি গোল করেছে। উয়েস্কা, ওসাসুনা, রায়ো ভায়েকানো, জিরোনা ও মায়োর্কাই শুধু রিয়ালের মতো দুর্দশায় আক্রান্ত।

এই ৩৬৫ দিনে রিয়ালে অন্যদের চেয়ে বেশি ফ্রি-কিক নেওয়া একমাত্র খেলোয়াড় গ্যারেথ বেল। ৯ বারের চেষ্টায় প্রতিবারই ব্যর্থ হন ওয়েলশ ফরোয়ার্ড। চারবার কিক নেন কাসেমিরো। ২০১৮ সালে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার আগে ৩৩টি ফ্রি-কিক গোল করেন রোনালদো, এ জন্য তাকে ৯ বছরে ৪৪৪ বার কিক নিতে হয়েছে। পর্তুগিজ ফরোয়ার্ড যাওয়ার পর রিয়াল মাত্র দুটি গোল করেছে ফ্রি-কিকে। কাবায়োসের আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে রোমে জাল খুঁজে পান ইসকো।

রোনালদো যাওয়ার পর ৩৯ বারের চেষ্টায় ওই দুটি গোল, যেখানে ১৫ বারেও পারেননি বেল। রোনালদোকে নিশ্চয়ই খুব মিস করছে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগজয়ীরা।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র