X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নেইমার-লাউতারোকে বার্সায় স্বাগত জানাবেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২০, ১৪:০৪আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৪:০৪

নেইমারের সঙ্গে সুয়ারেজ নেইমারের বার্সেলোনার ফেরার গুঞ্জন অনেক দিনের। গত গ্রীষ্মের দলবদলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফেরাতে সাধ্যের সবটাই করেছে কাতালান ক্লাবটি। সফল না হলেও হাল ছাড়েনি, সামনের গ্রীষ্মের দলবদলে আবারও নেইমারের জন্য নামবে তারা। একই সঙ্গে লাউতারো মার্তিনেজকে সই করার গুঞ্জনও আছে। আলোচনায় থাকা দুই ফরোয়ার্ডকেই ন্যু ক্যাম্পে স্বাগত জানাবেন লুইস সুয়ারেজ।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখান নেইমার। সাফল্যময় চার মৌসুম কাটিয়ে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে তিনি এখন প্যারিস সেন্ত জার্মেইয়ের খেলোয়াড়। কিন্তু প্যারিস ক্লাবটিতে যোগ দেওয়ার পর চোট এবং মাঠ ও মাঠের বাইরের নানা বিতর্কে হুমকির মুখে পড়ে গিয়েছিল তার ক্যারিয়ার। তখন থেকেই নেইমার আবার ন্যু ক্যাম্পে ফেরার আর্জি জানান বার্সেলোনার কাছে।

কাতালান ক্লাবটি গত গ্রীষ্মে চেষ্টা করলেও সফল হয়নি। তবে সামনের মৌসুমে তাকে আবার বার্সেলোনায় দেখা যেতে পারে। আর সেটি হলে খুশিই হবেন তার সাবেক সতীর্থ সুয়ারেজ, ‘এই মুহূর্তে আসলে খেলোয়াড়দের নিয়ে কথা বলা কঠিন। বিশ্বের এখন যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে অন্য কোনও আলোচনা করা সত্যি কঠিন। তবে অবশ্যই নেইমারের ক্ষেত্রে বলব, সবাই তাকে চেনে, ড্রেসিংরুমে ওর সঙ্গে সবার সম্পর্ক দারুণ। ওর আরও অনেক কিছু দেওয়ার আছে (বার্সেলোনায়)। ড্রেসিংরুমে ওকে সবসময়ই স্বাগত জানানো হবে।’

নেইমারের সঙ্গে দলবদলের আলোচনায় আছেন লাউতারো। বার্সায় সুয়ারেজের উত্তরসূরি ভাবা হচ্ছে তাকে। ইন্টার মিলান থেকে এই আর্জেন্টাইন স্ট্রাইকার এলে ‘বিপদে’ পড়বেন সুয়ারেজই। এরপরও লাউতারোকে দলে চাইছেন উরুগুইয়ান স্ট্রাইকার, ‘ইতালিতে দারুণভাবে বেড়ে উঠেছে লাউতারো। নাম্বার নাইন হিসেবে ওর খেলার ধরন দেখার মতো। এটাই প্রমাণ করে ও কতটা দারুণ স্ট্রাইকার।’

বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোয় দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেছেন, ‘যে সব খেলোয়াড় একাদশে জায়গা পাওয়ার লড়াই করতে এবং দলকে সাহায্য করতে আসবে, তাদের সবাইকে স্বাগত জানানো হবে। এটা সবসময়ই দারুণ ব্যাপার এবং এতে দলের শক্তি বাড়ে।’ 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি