X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গ্রিজমানের জন্য খারাপ লাগলেও ক্ষমা চাইবেন না বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২০, ২০:১১আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:৪৬

ছবি: রয়টার্স সাবেক দলের বিপক্ষে খেলা হলে ওই খেলোয়াড়কে আরও বেশি করে খেলাতে চান কোচেরা। এর ওপর যদি খেলোয়াড়টি হন বড় মাপের, তাহলে তো কথাই নেই। আঁতোয়ান গ্রিজমানের ক্ষেত্রে দুটোই ছিল। এরপরও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তিনি মাঠে নামলেন ম্যাচ ঘড়ির কাটা ৯০ মিনিট ছোঁয়ার পর। যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সেই বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের তার জন্য খারাপ লাগছে, তবে গ্রিজমানকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ক্ষমা চাওয়ার কারণ দেখেন না তিনি।

বার্সেলোনায় সময়টা ভালো যাচ্ছে না গ্রিজমানের। গত গ্রীষ্মের দলবদলে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে সংগ্রাম করে চলেছেন। করোনাভাইরাস পরবর্তী লা লিগা শুরুর পর তার অবস্থা আরও খারাপ। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে আতলেতিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে তাকে না রাখার সিদ্ধান্ত যৌক্তিক হতে পারে, কিন্তু ড্রয়ে শেষ হতে যাওয়া ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তাকে মাঠে নামানোয় সমালোচনার মুখে পড়েছেন সেতিয়েন।

যদিও ১২০ মিলিয়ন ইউরোর খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত সঠিক ছিল বলেই বিশ্বাস বার্সা কোচের। তার মতে দলকে ‘অস্থিতিশীল’ অবস্থার ওপর দাঁড় করিয়ে গ্রিজমানকে খেলানো যায় না। অবশ্য ফরাসি ফরোয়ার্ডের জন্য খারাপ লাগাও আছে সেতিয়েনের।

আতলেতিকোর সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর গ্রিজমানকে বসিয়ে রাখার ব্যাখ্যায় বার্সা কোচের বক্তব্য, ‘তার মতো খেলোয়াড় সবসময়ই কিছু না কিছু করতে চাইবে। আমরা তাকে নামাইনি কারণ দল ভালো করছিল, রিকি (পুশ) ভালো করেছে, তাছাড়া আমরা সবসময় চেষ্টা করি (লুইস) সুয়ারেজ ও (লিওনেল) মেসিকে মাঠে রাখতে। দলকে অস্থিতিশীল না করলে তার (গ্রিজমান) জায়গা পাওয়া কঠিন।’

তাই বলে গ্রিজমানকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন না বার্সা কোচ। তবে দলের প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। এজন্য তার খারাপ লাগাও আছে, ‘ব্যাপারটা এমন নয় যে, ওর ওপর আমার আস্থা নেই। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বুঝতে পারছি তার জন্য বিষয়টা কঠিন। কাল (বুধবার) আমি ওর সঙ্গে কথা বলব। তবে ক্ষমা চাইবো না, কারণ এটাই সিদ্ধান্ত ছিল। আমি বুঝতে পারছি ওর খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে ওর জন্য।’

গ্রিজমানকে ৯০ মিনিটে মাঠে নামানোর সিদ্ধান্তে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে সেতিয়েনকে। ফরাসি খেলোয়াড়ের সাবেক ক্লাব আতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনিও হতবাক। যদিও তিনি কোনও মন্তব্য করতে চাননি। গ্রিজমানের ব্যাপারে প্রশ্ন উঠতেই বলেছেন, ‘কিছু বলতে চাই না।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ