X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শিরোপা উদযাপনে তর সইছে না রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২০, ১৯:৫৩আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৯:৫৮

ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার লা লিগা চ্যাম্পিয়ন হতে দরকার আর ২ পয়েন্ট। বাকি থাকা দুই ম্যাচের একটি জিতলেই লিগ শিরোপা পুনরুদ্ধার করবে রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে চাইছে না তারা। পরের ম্যাচ জিতেই ২০১৭ সালের পর রিয়াল আবারও মাততে চায় লিগ শিরোপা জেতার উৎসবে।

সোমবার রাতে গ্রানাদার মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে রিয়াল। করোনা বিরতির পর যেটি তাদের টানা নবম জয়। তাতে ফর্মের তুঙ্গে থাকা লস ব্লাঙ্কোস চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলেনার সঙ্গে ব্যবধান ধরে রেখেছে আগের ৪ পয়েন্টেরই। বাকি থাকা দুই ম্যাচের একটি জিতলেই তাই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।

রিয়ালের পরের ম্যাচের প্র্রতিপক্ষ ভিয়ারিয়াল, খেলবে ঘরের মাঠ এস্তাদিও আলফ্রেদো ডি স্তেফানোয়। আগামী বৃহস্পতিবারের এই ম্যাচ যদি রিয়াল হেরেও যায়, এরপরও শিরোপা জিতে যাবে যদি একই সময় শুরু হওয়া ম্যাচে বার্সেলোনা হেরে যায় ওসাসুনার বিপক্ষে। আবার রিয়াল ড্র করলেও শিরোপা জিতে যেতে পারে, যদি বার্সেলোনাও পয়েন্ট হারায়।

রিয়াল অধিনায়ক সের্হিয়ো রামোস অবশ্য চলতি ফর্ম ধরে রেখে জিতেই শিরোপা পুনরুদ্ধার করতে চান। গ্রানাদা ম্যাচ জেতার পর স্প্যানিশ ডিফেন্ডার বলেছেন, ‘আমার এখনও কিছু জিতিনি, যদিও আপনারা সবাই দেখছেন এই দলটা লিগ শিরোপা জিততে কতটা ক্ষুধার্ত। এটা আমাদের হাতেই আছে। এখনও পয়েন্টের ব্যবধান আছে, যেটা আমরা জিততে চাই।’

এরপরই রামোসের ঘোষণা, ‘(করোনাভাইরাস) বিরতি আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে, প্রত্যেকটা ম্যাচ জেতার অনুপ্রেরণা জুগিয়েছে। আশা করছি বৃহস্পতিবারই (পরের ম্যাচে) আমরা নিজেদের ধাঁচে শিরোপা উদযাপন করতে পারবো।’ সঙ্গে যোগ করেছেন, ‘খেলা পুনরায় শুরু হওয়ার পর আমাদের লক্ষ্য ছিল প্রত্যেকটা ম্যাচ জেতার। শিরোপা জিততে আমরা আমাদের সাধ্যের সবটাই উজাড় করে দিচ্ছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ