X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৭৩ মিনিট একজন বেশি নিয়ে খেলার ‘সুফল’ পেলো শেষ মুহূর্তে

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৩

আতালান্তার আক্রমণাত্মক ফুটবল খুব বেশি ভাবিয়েছে রিয়াল মাদ্রিদকে। রক্ষণের নেতা সের্হিয়ো রামোস না থাকায় জিনেদিন জিদানের দুশ্চিন্তা বেড়েছিল কয়েকগুণ। এদিকে আক্রমণভাগে করিম বেনজেমাও নেই। ‘ভঙ্গুর’ রিয়ালের সুযোগ চলে আসে ১৭ মিনিটে, যখন লাল কার্ড দেখে রেমো ফ্রেউলার মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আতালান্তা। ৭৩ মিনিট একজন বেশি নিয়ে খেললেও রিয়াল সফলতার মুখ দেখে একেবারে শেষ মুহূর্তে। তারপরও আতালান্তার মাঠ থেকে ১-০ গোলে জিতে ফেরা কম প্রাপ্তি নয় মাদ্রিদের ক্লাবটির জন্য।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছে রিয়াল। জেতার ব্যবধান ১-০ হলেও ফিরতি লেগ যেহেতু ঘরের মাঠে খেলবে, তাই রিয়ালের পথটা সহজ। কিন্তু ম্যাচের প্রায় সময়টা একজন বেশি নিয়ে খেলেও গোল ব্যবধান বাড়াতে না পারার আক্ষেপ ঠিকই আছে লস ব্লাঙ্কোদের।

ফ্রেউলার লাল কার্ড দেখার পর গোলের চেষ্টায় একের পর এক আক্রমণ চালিয়ে গেছে রিয়াল। কিন্তু বিশেষজ্ঞ স্ট্রাইকার না থাকায় সব সুযোগ নষ্ট হয়েছে। জিদান এই ম্যাচে ‘নাম্বার নাইন’ হিসেবে খেলিয়েছেন ইসকোকে। নতুন ভূমিকায় সুবিধা করতে পারেননি তিনি। শুধু তিনি নন, আক্রমণভাগের কেউই সাফল্য পাননি। ৮৬ মিনিটে যে গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল, সেটি করেছেন লেফটব্যাক ফেরল্যান্ড মেন্দি।

বল পজেশন ৬৯ শতাংশ রেখে আতালান্তার গোলের সামনে ১৯ শট নিয়েছে রিয়াল। এত চেষ্টার পর গোল মুখে রাখা ৪ শটের একটি কাজে লাগে শেষ বাঁশি বাজার ৪ মিনিট আগে। অন্যদিকে একজন কম নিয়ে খেলা আতালান্তা গোল না খাওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

এদিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর প্রথম লেগে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে বুদাপেস্ট থেকে ইংলিশ ক্লাবটি ফিরেছে ২-০ গোলের জয় নিয়ে। বের্নারদো সিলভা ও গ্যাব্রিয়েল জেসুসের গোলে ম্যানসিটি সব প্রতিযোগিতা মিলিয়ে জিতলো টানা ১৯ ম্যাচ।   

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি