X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৬ বছর প্রেমের পর ভক্ত এখন জাতীয় ফুটবলারের স্ত্রী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ২০:১৯আপডেট : ০৭ মার্চ ২০২১, ২০:১৯

২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশের খেলা দেখতে জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানাকে ভালো লেগে যায় সৈয়দা তামিলা সিরাজীর (অনামিকা)। এরপর ফেসবুকে দুজনের কথা চলতে থাকে। একপর্যায়ে পরিচয় থেকে প্রেম। তার পর আজ বিয়েতে গড়ালো তাদের সম্পর্ক। রবিবার আনুষ্ঠানিকভাবে এক বন্ধনে বাধা পড়েছে দু’জনের হাত।

ধানমন্ডির এক রেস্টুরেন্টে পারিবারিকভাবে কাছের আত্মীয়-স্বজনদের নিয়ে সেই ভক্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোহেল রানা। ইউল্যাব থেকে গত ডিসেম্বরে এমবিএ পাশ করা অনামিকা একজন পুরোদস্তুর ফুটবলপ্রেমী।

সোহেলের সঙ্গে পরিচয় নিয়ে অনামিকা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি ফুটবল খেলা পছন্দ করি। ২০১৫ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে সোহেল রানার খেলা ভালো লেগে যায়। পরে ফেসবুকে যোগাযোগ হয়। সেখান থেকে ঘনিষ্ঠতা এবং শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বন্ধনে জড়িয়ে যাই। আমাদের দু’জনের জন্য দোয়া করবেন। আসলে একজন জাতীয় দলের ফুটবলারের স্ত্রী হওয়াটা গর্বের বিষয়।’

সোহেলের ম্যাচের দিন অনামিকা নিজেও টেনশনে থাকেন। তাই সোহেল গোল করলেই দিনটা অন্যরকম কাটে তার। সেই অনুভূতির কথা জানিয়ে অনামিকা আরও বলেছেন, ‘সোহেলের খেলার দিন খোঁজ খবর রাখি। সোহেল গোল করলে দিনটি অন্যরকম কাটে।’

সোহেল রানা জাতীয় দলে মিডফিল্ডার হিসেবে প্রায় ১০ বছর ধরে খেলে আসছেন। ঘরোয়া ফুটবলে আবাহনী লিমিটেডের অপরিহার্য খেলোয়াড় হিসেবেও খেলছেন। সোহেল রানা নিজের বিয়ে নিয়ে বলেছেন, ‘শুরুতে আমার খেলার ভক্ত হিসেবে ও(অনামিকা) যোগাযোগ করে। এরপর ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। আমরা বিয়ে করে অনেক আনন্দিত।’

আগামীতে কোনও একসময় নিজের বিবাহত্তোর সংবর্ধনা করার ইচ্ছা আছে এই নব দম্পতির।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি