X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘মনে হচ্ছে জেলখানায় বন্দি আছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ২১:৩৮আপডেট : ০৬ মে ২০২১, ২১:৪৪

অস্ত্রোপচার শেষে ভারত থেকে দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। কিন্তু দেশে ফিরলেও পরিবারের সঙ্গে মিলিত হতে পারেননি! প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে যশোরের বেনাপোলের একটি হোটেলে সময় কাটছে তার। এরই মধ্যে ১০ দিন অতিবাহিত করেছেন। কিন্তু একাকী থাকায় পুরো পরিবেশটাই তার কাছে দুঃসহ হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন ‘জেলখানায় বন্দি’ আছেন!

লিগামেন্ট অস্ত্রোপচার শেষে জীবন কলকাতা থেকে দেশে ফিরেছেন বিশেষ অনুমতি নিয়ে।  বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকায় দীর্ঘদিন পরিবার ছিন্ন হয়ে আছেন। তাই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অপেক্ষা আর সহ্য হচ্ছে না তার। বাংলা ট্রিবিউনকে জীবন বলেছেন, ‘এভাবে কী হোটেলে একাকী থাকা যায় বলুন। সেই যে গত মাসে এসেছি। এখনও আছি। মনে হচ্ছে যেন জেলখানার মধ্যে আছি। অনেকটা বন্দি জীবন যাপন করছি। কখন বাড়ি ফিরবো, পরিবারের সান্নিধ্য পাবো, সেই অপেক্ষায় আছি।’

যে হোটেলে তিনি অবস্থান করছেন, সেখানে ভারত ফেরত অন্যরাও কোয়ারেন্টিনে আছেন। সেখানকার পরিস্থিতি সম্পর্কে জীবন বলেছেন, ‘রুম থেকে বের হওয়া যায়। অনেকে বের হয় শুনেছি। কিন্তু বের হয়ে আবার যদি অন্য কোনও জটিলতা হয়। তাই রুমেই শুয়ে-বসে সময় কাটাচ্ছি। মোবাইল দেখছি।’

পায়ে অস্ত্রোপচারের কারণে নিয়মিত ব্যায়ামের দরকার। কিন্তু হোটেল রুমে সেটা সম্ভব নয়। এছাড়া খাওয়া-দাওয়ার মানও খুব একটা ভালো নয়। আবাহনীর এই স্ট্রাইকার তাই অধীর অপেক্ষায় আছেন বাসায় ফেরার, ‘রুমে তো আর ব্যায়াম করা যায় না। হোটেলের খাওয়া-দাওয়া তো বুঝেনই। সব মিলিয়ে সময় কাটানোই দুরূহ হয়ে পড়েছে। তবে কাজী নাবিল আহমেদ ভাই (আবহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ)খবর নিচ্ছেন। অন্যরাও নিচ্ছেন। এখন আমি বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে আছি। অনেক দিন তো হলো। এভাবে আর রুমে একা বন্দি অবস্থায় থাকতে পারছি না।’

অবশ্য সেই অপেক্ষার আর মাত্র কয়েক দিন। ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করলেই পরিবারের কাছে ফিরতে পারবেন জীবন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস