X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে ম্যানইউ, পারলো না আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২১, ০৩:২৮আপডেট : ০৭ মে ২০২১, ০৩:২৮

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই ইংলিশ ক্লাবের দ্বৈরথ দেখার অপেক্ষায়। ইউরোপা লিগেও সেই সম্ভাবনা ছিল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনালে জায়গা করে নিতে পারলেও পারেনি আর্সেনাল! সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসে যদিও ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হেরেছে এএস রোমার কাছে। দুই লেগে মিলিয়ে ৮-৫ গোলে অগ্রগামী থেকে অল রেডরা ফাইনালে উঠেছে। অন্যদিকে আর্সেনাল ও ভিয়ারিয়ালের ম্যাচটি গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়েছে। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে ভিয়ারিয়াল খেলবে ফাইনাল। আগামী ২৭ মে ট্রফির জন্য লড়বে দুই দল।

২০১৭ সালের ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চার বছর পর আবারও তাদের সামনে ট্রফি জয়ের হাতছানি। যদিও বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসে রোমা প্রতিশোধই নিয়ে ফেলেছে। কিন্তু গোল ব্যবধানের কারণে তাদের আর ফাইনালে যাওয়া হয়নি।

এএস রোমা জানতো বড় ব্যবধানে জিতে ফাইনালে যাওয়া বেশ কঠিন। তারপরেও নিজেদের মাঠে জোর চেষ্টা করে গেছে। বল দখলে দুইদল প্রায় সমানে সমান। ম্যাচের প্রথম সুযোগটা রোমাই পেয়েছিল।

৪ মিনিটে মানচিনির সাইড ভলি গোলকিপার ডেভিড ডি গিয়া প্রতিহত করেন। আক্রমণে উঠে ম্যানচেস্টার ইউনাইটেডও কম যায়নি। উরুগুয়ের ফরোয়ার্ড এডিসন কাভানি একাই দুটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। ২০ মিনিটে কাভানির লব ক্রস বার ছুঁয়ে যায়।

৫ মিনিট পর বক্সে ঢুকে ৩৪ বছর বয়সী ফুটবলারের জোরালো শট গোলকিপার রুখে দেন।

পাল্টাপাল্টি আক্রমণ করে খেলেছে দুইদল। ৩০ মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের হেড লক্ষ্যভ্রস্ট হলে রোমার এগিয়ে যাওয়া হয়নি। একটু পর পেলেগ্রিনির শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন।

ম্যানচেস্টার ইউনাইটেড লিড নিয়েছে ৩৯ মিনিটে। ম্যাচের প্রথম গোল এনে দেন অভিজ্ঞ কাভানি। বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপিয়েছেন এই ফরোয়ার্ড।

বিরতির পর খেলা আরও জমে উঠে। একের পর এক গোল হতে থাকে। ৫৭ মিনিটে পেদ্রোর অ্যাসিস্টে জেকো গোল করে রোমাকে সমতায় ফেরান।

৬০ মিনিটে রোমা এগিয়ে যায়। বক্সের ভিতরে ক্রিস্টানটে জোরালো শটে গোল করেন।

৬৮ মিনিটে ম্যানইউ সমতা আনে। সতীর্থের ক্রস থেকে কাভানি হেডে লক্ষ্যভেদ করেছেন।

একটু পরই মিখতারিয়ানের শট পোস্টের নিচে লেগে ফিরে আসলে এগিয়ে যাওয়া হয়নি রোমার।

তবে ৮৩ মিনিটে জয়সূচক গোল পেয়েছে রোমা। নিকোলা জালেস্কি জোরালো শট জালে আশ্রয় নেয়। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও জয়টা স্বান্ত্বনা হয়ে থাকছে রোমার জন্য।

/টিএ/এমআর/
সম্পর্কিত
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
অপেক্ষা আরও বাড়লো পিএসজির  
সর্বশেষ খবর
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ