X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গোল করালেন আবার মিসও করলেন বেল!

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২১, ০০:৪৬আপডেট : ১৭ জুন ২০২১, ০৩:১৯

আগের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছিল ওয়েলস। এবার ইউরো চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পেয়েছে গ্যারেথ বেলের দল। বুধবার তুরস্ককে হারিয়েছে ২-০ গোলে। রোমাঞ্চকর ম্যাচটিতে দলের জয়ে বড় ভূমিকা বেলের। রামসির করা প্রথম গোলটিতে এসিস্ট করেছেন বেলই। আবার পেনাল্টি থেকে নেওয়া শট ক্রস বারের ওপর দিয়ে মেরে সমর্থকদের হতাশ করেছেন এই ৩১ বছর বয়সী তারকা। যদিও ইনজুরি সময়ে রবার্টস দ্বিতীয় গোল করে সমর্থকদের মুখে আবারও হাসি ফোটান।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ওয়েলস দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ অনেকটাই সুগম করেছেন। অন্যদিকে আগের ম্যাচে ইতালির কাছে ৩ গোলে হেরেছে তুরস্ক। টানা দ্বিতীয় হারে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ তুরস্কের।

আজারবাইজানের বাকুর অলিম্পিক স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম্যাচ। কিন্তু কোনও আক্রমণ থেকেই সুফল তুলতে পারেনি তুরস্ক। বিপরীতে ওয়েলস সুযোগ পেয়ে ঠিকই লক্ষ্যভেদ করেছে।

ওয়েলসের রামসি হ্যাটট্রিক করলে অবাক হওয়ার কিছু থাকতো না। একাধিক ‍সুযোগ পেয়ে মাত্র একটি বল জালে জড়াতে পেরেছেন জুভেন্টাসে খেলা এই ফুটবলার। আবার তুরস্কের অধিনায়ক ইলামার নিজেই গোল মিস করেছেন একাধিক।

৬ মিনিটে ওয়েলস এগিয়ে যেতে পারতো। রামসির ৬ গজ দূরত্ব থেকে নেওয়া শট গোলকিপার পা বাড়িয়ে রুখে দেন।

২৪ মিনিটে ওয়েলসের সামনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে। গ্যারেথ বেলের ডিফেন্স চোরা পাসে রামসি বক্সের ভেতরে বল পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মেরে সুযোগ হারান। যদিও গোলকিপার ফাঁকায় ছিলেন।

৪২ মিনিটে ওয়েলস ১-০ গোলে এগিয়ে যায়। রামসি গোলকিপারকে একা পেয়ে এবার আর ভুল করেননি। এসিস্ট করেছেন সেই বেলই। তার বুদ্ধিদীপ্ত পাস থেকে বক্সের ভেতরে জায়গা করে নিয়ে বুক দিয়ে বল নামিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন ৩০ বছর বয়সী ফুটবলার।

তুরস্ক ফাঁকে ফাঁকে আক্রমণে উঠলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোল পায়নি। বিরতির পরও গোল না পাওয়ার বেদনায় পুড়তে হয়েছে তাদের।

তবে এক গোলে পিছিয়ে থেকে বিরতির পর তুরস্কের আক্রমণে ঝাঝ বাড়ে। কিন্তু আবারও সেই ফরোয়ার্ডদের ব্যর্থতা। অধিনায়ক ইলমার নিজে একাধিক সুযোগ পেয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেননি। ওয়েলসের ডিফেন্সকে তটস্ত রেখেও গোল না পাওয়ার হতাশায় থাকতে হয়েছে তাদের।

নিজেদের ডিফেন্স অক্ষত রেখে ৬০ মিনিটে ওয়েলস ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে। গ্যারেথ বেলকে ফেলে দেয় এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে শট নিতে গিয়ে বেল ক্রস বারের ওপর দিয়ে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগটি নষ্ট করেন।

শেষ দিকে অবশ্য ওয়েলস ব্যবধান ঠিকই বাড়িয়ে নেয়। ইনজুরি সময়ে রবার্টস লক্ষ্যভেদ করে তুরস্ককে আর ম্যাচে ফেরার সময়ই দেননি। তবে দ্বিতীয় গোলের আগে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রেফারিকে দুই দলের খেলোয়াড়দেরই দেখাতে হয়েছে একাধিক হলুদ কার্ড।

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
অপেক্ষা আরও বাড়লো পিএসজির  
লিভারপুলের নতুন কোচ স্লট!
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ