X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

‘ম্যারাডোনা বেঁচে থাকলে ওর মতো আনন্দ কেউ পেতো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১২:৩৩আপডেট : ১১ জুলাই ২০২১, ১২:৩৩

ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখে বড় হয়েছেন অনেকেই সেই তাদেরই একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের পায়ের জাদু তার মন জয় করে নিয়েছিল ছেলেবেলায় আর তাইনড়াইল এক্সপ্রেসতখন থেকেই আর্জেন্টিনার সমর্থক স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার বর্তমান দলে তার প্রিয় খেলোয়াড় মেসি রবিবার তার প্রিয় খেলোয়াড়ের হাতেই প্রথমবারের মতো শিরোপা উঠেছে তার সঙ্গে প্রিয় দলটি ২৮ বছরের আক্ষেপ শেষে কোন ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ঐতিহাসিক এই দিনে তাই মাশরাফির সবচেয়ে বেশি মনে পড়ছে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার কথা

রবিবার ব্রাজিলকে - ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসব করেছে আর্জেন্টিনা জয়ের এই আনন্দ ছুঁয়ে গেছে মাশরাফিকেও তাই সঙ্গে সঙ্গেই নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ছবিতে দেখা গেছে আকাশ থেকে ম্যারাডোনা মেসিদের সাফল্য উদযাপন করছেন অন্যদিকে মেসি ট্রফি সামনে রেখে ম্যারাডোনার দিকেই তাকিয়ে আছেন এমন আবেগময় ছবিতেই আসলে সব কিছু স্পষ্ট হয়ে যায় তবুও মাশরাফি বিস্তারিত লিখেছেন নিজের ওয়ালে, ‘ফুটবলে আর্জেন্টিনার সমর্থন করি ডিয়েগোর জন্য, পরে (ম্যারাডোনা) যাওয়ার পর আরও অনেকেই এসেছে শেষ মেষ মেসি কথা হলো কারও না কারও খেলা দেখে মানুষ একটা দলকে সাপোর্ট করা শুরু করে আর একটা পর্যায়ে ওই খেলোয়াড় থেকে দলের প্রাধান্যই বেশি হয়

 ক্লাব ক্যারিয়ারে অজস্র অর্জন থাকলেও বিশ্ব ফুটবলের মানদণ্ডের বিচারে মেসির হাত ছিল শূন্য কিন্তু মাশরাফি আর্জেন্টিনার এমনই ভক্ত যে তিনি মেসির চেয়েও দলটির শিরোপা প্রাপ্তিকেই বেশি গুরুত্ব দিয়েছেন, ‘মেসির হাতেই কাপ লাগবে এই আশা নিয়ে কখনো খেলা দেখিনি বরং আর্জেন্টিনা জিতবে এই আশা নিয়েই বসেছি বার বার দেখতে মেসি একটি টুর্নামেন্ট জিতবে, এটা অবশ্যই সবার মেসির প্রতি আলাদা সিমপ্যাথি কাজ করে এই জন্যই যেমন রোনালদো জিতেছে ইউরো, হয়তো নেইমার (মেসি) বড় কিছু জিতবে একদিন

আর্জেন্টিনা কখনওতারকাশূন্যহয়ে পড়লেও প্রিয় দলের সঙ্গ ছাড়বেন না মাশরাফি কিংবা যেদিন মেসিও থাকবেন না সেদিনও আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকবেন তিনি সাবেক এই অধিনায়ক আরও লিখেছেন, ‘মেসি যেদিন খেলবে না সেদিনও এই দলেরই সাপোর্ট করবো এটাই স্বাভাবিক, তা না হলে তো ডিয়েগো যাওয়ার পর অন্য দলই করতামআজ যেমন মেসির আনন্দ দেখে অনেক ভালো লেগেছে, তেমন নেইমারের কান্না দেখে ওতোটাই খারাপ লেগেছেআসলে খেলাটাই এমন

তার পরেও আর্জেন্টিনার এমন জয়ে মাশরাফির অনুভূতিটাই অন্যরকম, ‘দারুণ এক অনুভুতি হচ্ছে আর্জেন্টিনা জেতায় সবাই মেসি মেসি করলেও আমার মন পড়ে আছে ওই স্পেশাল ম্যান এর দিকে বেঁচে থাকলে ওর (ম্যারাডোনা) মতো আনন্দ কেউ পেতো না উপর থেকে দেখে হয়তো এমনই করছে(কাল্পনিক) ডিয়েগো ম্যারাডোনা দি ওনলি লাভ ইন ফুটবল অভিনন্দন আর্জেন্টিন

প্রিয় এই দলটাকে সমর্থন করা নিয়ে বাংলা ট্রিবিউনকে মাশরাফি একবার বলেছিলেন, ‘আর্জেন্টিনাকে সমর্থন করার একটাই কারণম্যারাডোনা তবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি বলে অন্য দলকে অসম্মান করার মতো মানসিকতা নেই আমার বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে না খেলা পর্যন্ত আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করবো সামনের বিশ্বকাপে হয়তো মেসি থাকবে না তবে যে- থাকুক, আমার সাপোর্ট আর্জেন্টিনার দিকেই থাকবে কারণ একটাইম্যারাডোনা!’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার কোচ থাকছেন স্ক্যালোনি
কোপা আমেরিকাআর্জেন্টিনার গ্রুপে পুরোনো শত্রু
সর্বশেষ খবর
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ