X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চোট নিয়েও আর্জেন্টিনা দলে দিবালা, রয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০

চোট নিয়ে উদ্বেগ থাকার পরেও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দলে রয়েছেন লিওনেল মেসি ও পাউলো দিবালা। প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচ খেলতে লিওনেল স্ক্যালোনি ৩০ জনের দল দিয়েছেন।

মেসির চোটের ঘটনা সাম্প্রতিক। হাঁটুর ইনজুরির কারণে প্যারিস সেন্ত জার্মেইর শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে আশার কথা, আর্জেন্টাইন ফরোয়ার্ড সোমবার অনুশীলন করেছেন। তাই মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

মেসির উপস্থিতি স্ক্যালোনির জন্যও বড় প্রেরণদায়ক। সর্বশেষ বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচটায় হ্যাটট্রিক ছিল মেসির। তাতে লাতিন অঞ্চলে সর্বোচ্চ গোলের তালিকায় পেলেকেও ছাড়িয়ে গেছেন।

এদিকে চোট থেকে পাউলো দিবালা এখনও সেরে উঠতে পারেননি। যে কারণে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস-চেলসি ম্যাচে তাকে বসে থাকতে হচ্ছে। সর্বশেষ রবিবার সাম্পদোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন।

দলে রয়েছেন বিতর্কে জড়ানো এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসোও। এই তিনজনের কারণেই সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চায়নি ব্রাজিল। কোয়ারেন্টিনজনিত নিয়ম ভাঙার অজুহাতে চলমান অবস্থাতেই থামিয়ে দেওয়া হয় ওই ম্যাচ।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তিনদিন পর বুয়েন্স এইরেসে আতিথ্য দেবে উরুগুয়েকে। তার পর ১৪ অক্টোবর মুখোমুখি হবে পেরুর।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসা;

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, হুয়ান ফয়েথ, লুকাস মার্তিনেস কুয়ার্তা, জের্মান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো

মিডফিল্ডার: মার্কোস আকুনা, রোদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এসিকিয়েল পালাসিওস, গিদো রোদ্রিগেস, নিকোলাস দমিনগেস, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেস, আনহেল দি মারিয়া

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল কোরেয়া, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, এমিলিয়ানো বুয়েনদিয়া, লাউতারো মার্তিনেস, নিকোলাস গনসালেস, জোয়াকিন কোরেয়া, পাউলো দিবালা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের